পৃথিবীর দ্বিতীয় কক্ষপথে প্রবেশ ভারতের সৌরযান আদিত্যর

পৃথিবীর দ্বিতীয় কক্ষপথে প্রবেশ ভারতের সৌরযান আদিত্যর
আনফোল্ড বাংলা প্রতিবেদন: দ্বিতীয় পরীক্ষাও সফলভাবে পার করল ইসরোর সৌরযান আদিত্য এল -১। সোমবার রাতে নির্বিঘ্নেই পৃথিবীর প্রথম কক্ষপথ পার করে দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করেছে ভারতের এই সৌর যান। ইসরো সূত্রে খবর, আপাতত দ্বিতীয় কক্ষপথ থেকেই সূর্যের দিকে নজর রাখবে আদিত্য। এরপর ধীরে ধীরে তৃতীয় কক্ষপথে প্রবেশ করবে সৌরযানটি।
মঙ্গলবার ইসরোর তরফে বলা হয়েছে, আদিত্য এল -১ সফলভাবেই পৃথিবীর দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করেছে। বেঙ্গালুরু ও পোর্ট ব্লেয়ারে ইসরোর গ্রাউন্ড স্টেশন থেকেই সৌরযানটিকে পরিচালনা করা হচ্ছে। বর্তমানে ২৪৫x২২৪৫৯ কিমি কক্ষপথে প্রদক্ষিণ করছে সৌরযানটি। আদিত্য এল-১ তৃতীয় পরীক্ষায় নামতে চলেছে ১০ সেপ্টেম্বর। ওইদিন ভোর রাতে পৃথিবীর তৃতীয় কক্ষপথে প্রবেশ করবে সৌরযানটি। পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে একের পর এক কক্ষপথ পেরিয়ে সূর্যের দিকে এগিয়ে যাবে আদিত্য। চন্দ্রযান-৩-র সাফল্যের পরই ইসরো জানিয়েছিল এবার তাদের লক্ষ্য সূর্য। সেই ঘোষণা অনুযায়ী ২ সেপ্টেম্বর আদিত্য এল-১ উৎক্ষেপিত হয়। এটিই ভারতের প্রথম সৌরযান। সৌরযানটি ধীরো ধীরে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি এড়িয়ে সূর্যের দিকে এগিয়ে যাবে। তারপর নির্দিষ্ট স্থানে পৌঁছে সূর্যকে পর্যবেক্ষণ করবে এবং তথ্য পাঠাবে।


