ভারতের চন্দ্রবিজয়! সফল অবতরণ চন্দ্রযান-৩ এর, প্রধানমন্ত্রী বললেন, এটাই নতুন ভারত

ভারতের চন্দ্রবিজয়! সফল অবতরণ চন্দ্রযান-৩ এর, প্রধানমন্ত্রী বললেন, এটাই নতুন ভারত
23 Aug 2023, 06:30 PM

ভারতের চন্দ্রবিজয়! সফল অবতরণ চন্দ্রযান-৩ এর, প্রধানমন্ত্রী বললেন, এটাই নতুন ভারত

 

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ অপেক্ষার অবসান। নির্দিষ্ট সময়েই চাঁদের মাটিতে পা রাখলো চন্দ্রযান-৩। আর সঙ্গে সঙ্গে উত্তেজনায় লাফিয়ে উঠলেন ইসরোর বিজ্ঞানীরা। জাতীয় পতাকা নেড়ে অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরই বক্তব্য রাখথে গিয়ে বললেন, এটাই নতুন ভারত। ১৩০ কোটি মানুষের জয়।  

ইসরো পরিকল্পনা ছিল, চাঁদের দক্ষিণ মেরুতে সফ্‌টল্যান্ডিং করবে চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রম। তার সঙ্গে চাঁদের মাটিতে পৌঁছবে রোভার প্রজ্ঞানও (Rover Praggyan)। বিকেল ৫টা বেজে ২০ মিনিট থেকে সেই দৃশ্য সরাসরি সম্প্রচার করার কথাও জানিয়েছিল। সেই মতো সর্বত্রই তা দেখেছেন দেশবাসীও।

এটা নিয়ে কেন এত আগ্রহ মানুষের। চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে মহাকাশযান পাঠাতে পারেনি কোনও দেশই। যার ফলে এদিনের পরীক্ষায় ইসরো সফল হয়ে নতুন ইতিহাস তৈরি করলো। এই যাত্রায় সফল হয়ে আমেরিকা, রাশিয়া এবং চিনের পর ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসাবে নজির গড়লো।

প্রসঙ্গত ২০১৯ সালে চন্দ্রযান-২ পাঠিয়েছিল ভারত (India)। কিন্তু সেদিন সফল হয়নি। চাঁদের মাটিতে মুখ থুবড়ে পড়েছিল মহাকাশযান। অন্যদিকে, চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান নামাতে গিয়ে ব্যর্থ হয়েছে রাশিয়া। চাঁদের মাটিতে ভেঙে পড়ে লুনা-২৫। ভারত কিন্তু সফল হল। আর তা দেখার জন্য টগবগ করে ফুটছিল দেশবাসী। সকলের ইচ্ছে পূরণ হওয়ায় আজ দেশজুড়ে খুশির মেজাজ।

Mailing List