হকিতে বড় জয় দিয়ে এশিয়াডের যাত্রা শুরু ভারতের

হকিতে বড় জয় দিয়ে এশিয়াডের যাত্রা শুরু ভারতের
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ২০২১ সালে টোকিও অলিমম্পিকে ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় হকি দল। গত মাসেই এশিয়ান চ্যাম্পিয়্ন্স ট্রফিতে জিতেছে ভারত। ফলে এক নম্বরে থেকেই এশিয়ান গেমসে খেলতে নেমেছে ভারত।এশিয়ান গেমসে রবিবারের সকালটা ভালই গেল ভারতের।
এশিয়ান গেমসে হকিতে দুরন্ত শুরুর করল ভারতীয় হকি দল। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ১৬-০ ব্যবধানে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। ভারতের মোট আট জন খেলোয়াড় গোল করেছেন। হ্যাটট্রিক করেছেন তিন জন। চারটি গোল করেন বরুণ কুমার, তিনটি করে গোল মনদীপ সিং, ললিত উপাধ্যায়। এই তিন জনের হ্যাটট্রিক ছাড়াও জোড়া গোল করেছেন সুখজিত সিং। একটি করে গোল করেছেন শামশের সিং, অমিত রুইদাস, সঞ্জয় এবং অভিষেক।
সাত মিনিটের মাথায় গোল করে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন তিনি। সেখান থেকেই শুরু হয় গোলের বন্যা। প্রথম কোয়ার্টারেই দুই গোল দিয়ে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় কোয়ার্টার শুরু হতেই ফের পেনাল্টি কর্নার মিস। তবে পরপর দুই মিনিটে দুই গোল করে ভারতের জয় নিশ্চিত করেন অভিষেক ও মনদীপ। হাফ টাইমেই সাত গোলে এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধেও ম্যাচের গতি প্রকৃতি ধরতে বিশেষ অসুবিধা হয়নি ভারতের। ৩৮ মিনিটের মাথায় আসে অষ্টম গোল। আবারও মাঠে বরুণ জাদু। কয়েক সেকেন্ডের মধ্যেই ফের গোল। সুখজিৎ সিংহ করেন ভারতের হয় নবম গোলটি। দশম গোল করেন অমিত রুইদাস। তবে ছন্দপতন হয় ৪০ মিনিটে লাল কার্ড দেখানো হয় গুরজিৎ সিংহকে। ভারতের পরের প্রতিপক্ষ সিঙ্গাপুর


