বৃষ্টিতে সেমিফাইনাল না হলে ভারতের সুবিধা? কারণ জানুন

বৃষ্টিতে সেমিফাইনাল না হলে ভারতের সুবিধা? কারণ জানুন
12 Nov 2023, 05:55 PM

বৃষ্টিতে সেমিফাইনাল না হলে ভারতের সুবিধা? কারণ জানুন

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: গ্রুপ পর্বে ছিল না। বিশ্বকাপে অবশ্য সেমিফাইনালের রিজার্ভ ডে থাকছে। অর্থাৎ, ১৫ নভেম্বর, বুধবার ভারত-নিউজ়িল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে পরের দিন, বৃহস্পতিবার হবে ম্যাচ। তবে কোনও কারণে বৃষ্টিতে রিজার্ভ ডে-তেও যদি ম্যাচ না করা যায়? তাহলে কী হবে?গ্রুপ পর্বের ম্যাচে ছিল না রিজার্ভ ডে। তবে টুর্নামেন্টের নক আউট পর্বে থাকছে রিজার্ভ ডে। কিন্তু, রিজার্ভ ডে'তে ম্যাচ গড়ানোর জন্য যে ন্যুনতম ওভার খেলা প্রয়োজন, সেটাও যদি সম্ভব না হয়? এক্ষেত্রে নিয়ম বলছে, সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে যে দল পয়েন্ট টেবিলে এগিয়ে ছিল, তারাই যাবে ফাইনালে।

অর্থাৎ ১৫ নভেম্বর মুম্বইয়ে ভারত এবং নিউজিল্যান্ড ম্যাচ কোনওভাবে ভেস্তে গেলে ভারতীয় সমর্থকদের চিন্তার কোনও কারণ নেই। লিগ টেবিলে শীর্ষস্থানে থাকার দরুন ফাইনালে চলে যাবেন রোহিত শর্মারাই। একইভাবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে দল দ্বিতীয় হবে, সেমিফাইনাল ভেস্তে গেলে সেই দলই ফাইনালে যাবে।

অতিরিক্ত সময় পাওয়া যাবে- একটি সাধারণ গ্রুপ ম্যাচের জন্য অতিরিক্ত সময় ৬০ মিনিটের থাকে, নক-আউট পর্বের ম্যাচগুলির জন্য আবার সেই নিয়ম বদলে যায়, নির্ধারিত দিনে ম্যাচটি শেষ করার জন্য ১২০ মিনিট অতিরিক্ত সময় পাওয়া যায়।সুপার ওভারের ব্যবস্থা- সেমিফাইনাল টাই হলে কোনও দল ফাইনালে যাবে তা নির্ধারণ করতে সুপার ওভার হবে। আবহাওয়ার জন্য যদি সুপার ওভার করা সম্ভব না হয়, তবে পয়েন্ট টেবলে শীর্ষে থাকা দলটি ফাইনালে যাবে।

Mailing List