তিরন্দাজিতে ইতিহাস সৃষ্টি করলেন ভারতের অদিতি গোপীচন্দ স্বামী

তিরন্দাজিতে ইতিহাস সৃষ্টি করলেন ভারতের অদিতি গোপীচন্দ স্বামী
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে শনিবার জোড়া সোনা এল ভারতের সাফল্যের ঝুলিতে। মহিলাদের ব্যক্তিগত কম্পাউন্ড বিভাগে সোনা জিতলেন অদিতি গোপীচন্দ স্বামী। পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড বিভাগে সোনা জিতলেন ওজাস প্রবীণ ডেওটেল।
বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে দলগত বিভাগেও সাফল্য পেয়েছিলেন ভারতের মেয়েরা। প্রথমবার ভারতীয় মহিলা কম্পাউন্ড দল সোনা জিতল এই টুর্নামেন্টে। এই দলে আছেন ভারতের তিন মহিলা তিরন্দাজ।
মাত্র ১১ বছর বয়সে তিরন্দাজি শুরু করেছিলেন অদিতি। এই বছরের শুরুতে তিরন্দাজির বিশ্বকাপে অনূর্ধ্ব-১৮ বিভাগে রেকর্ড গড়েছিলেন তিনি। ৭২০ পয়েন্টের মধ্যে ৭১১ পেয়েছিলেন তিনি। আমেরিকার লিকা অ্যারিয়োলাকে ছ’পয়েন্টে হারিয়ে দিয়েছিলেন অদিতি। গত মাসে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। ভারতের চতুর্থ মেয়ে হিসাবে সোনা জিতেছিলেন।
এর আগে মহারাষ্ট্রের সাতারার মেয়ে অদিতি যুব বিশ্ব তিরন্দাজিতেও সোনা জিতেছিলেন। পাশাপাশি তিরন্দাজির এশিয়া কাপেও সোনা জেতেন অদিতি। চলতি বিশ্ব তিরন্দাজিতে গতকাল, শুক্রবার দলগত কমপাউন্ড ইভেন্টে জ্য়োতি সুরেখা ভেনম, পারনীত কৌরকে নিয়ে দেশকে সোনা এনে দিয়েছিলেন অদিতি স্বামী।
ইতিহাস গড়ার পর অদিতি বলেছেন, 'আমি অত্যন্ত গর্বিত। আমি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫২ সেকেন্ড ধরে জাতীয় সঙ্গীত শুনতে চাইছিলাম। আমি সবে শুরু করলাম। কিছুদিন পরেই এশিয়ান গেমস অনুষ্ঠিত হতে চলেছে। আমি দেশের জন্য সোনা জিততে চাই। দেশের জন্য সোনা জিততে চাই। আমি মাত্র ১৭ বছর বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হতে পেরেছি। এটা খুবই ভালো ব্যাপার। যাঁরা আমাকে সমর্থন করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ভারতের যাঁরা আমাকে বিশ্বচ্যাম্পিয়ন হতে সাহায্য করেছেন,


