Indian Railways: দু' ভাগ হলো চলন্ত ট্রেন! অল্পে রক্ষা পেল লোহিত এক্সপ্রেস

Indian Railways: দু' ভাগ হলো চলন্ত ট্রেন! অল্পে রক্ষা পেল লোহিত এক্সপ্রেস
21 Jun 2023, 12:45 PM

Indian Railways: দু' ভাগ হলো চলন্ত ট্রেন! অল্পে রক্ষা পেল লোহিত এক্সপ্রেস

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ ওড়িশার ভয়াবহ রেল দুর্ঘটনার পর একমাসও কাটেনি৷ ফের একবার বড়সড় বিপর্যয়ের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল একটি এক্সপ্রেস ট্রেন৷ মঙ্গলবার অসমের গুয়াহাটি থেকে জম্মু তাওয়াইগামী লোহিত এক্সপ্রসের যাত্রীরা বাঁচলেন কপালজোরে৷
উত্তর দিনাজপুরের ডালখোলা স্টেশনের কাছেই লোহিত এক্সপ্রেসে(Lohit express) বিপত্তি দেখা দেয়৷ আচমকাই ট্রেনের পিছনের দিকের কয়েকটি কামরা বাকি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়৷ ট্রেনের চালক কিছু বুঝতে না পারায় বাকি বগিগুলি নিয়ে বেশ কয়েক কিলোমিটার এগিয়েও যান৷
কিছু বুঝতে না পারলেও কিছুক্ষণের মধ্যেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া কামরাগুলির যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ অনেকেই ট্রেন থেকে নেমে পড়েন৷
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দু’টি কামরাকে জুড়ে রাখে যে কাপলিং, তা খুলে গিয়েই এই বিপত্তি ঘটেছে৷ কাপলিং খুলে আলাদা হয়ে যায় বি-১ এবং বি-২ বগি৷

কাপলিংয়ে গন্ডগোল কেন ট্রেন ছাড়ার আগে বা ট্রেনটি গুয়াহাটি(Guahati) থেকে ডালখোলা পর্যন্ত আসার সময় ধরা পড়ল না, সেই প্রশ্ন উঠছে৷ তীব্র গতিতে ছুটে চলা ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কীভাবে, তাতে কামরা লাইনচ্যুত হতে পারত বলেও দাবি করেন স্থানীয় বাসিন্দা এবং যাত্রীরা৷ যদিও এরপর ইঞ্জিন এবং বাকি কামরাগুলিকে আবার পিছিয়ে নিয়ে এসে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কামরাগুলিকে জুড়ে দেওয়া হয়৷

Mailing List