জলে দাপট ভারতীয়দের, রুপো জিতলেন নেহা ঠাকুর

জলে দাপট ভারতীয়দের, রুপো জিতলেন নেহা ঠাকুর
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: চিনে আয়োজিত ১৯তম এশিয়ান গেমসের তৃতীয় দিনে ভারতকে প্রথম পদক এনে দিল নেহা ঠাকুর১১টি রেসের পর মোট ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করে ১৭ বছর বয়সি ভারতীয় সেলার। তাইল্যান্ডের নোপ্পাসোরন খুনবুনজান শীর্ষে শেষ করে সোনা জেতে। অপরদিকে, ২৮ পয়েন্ট পাওয়া সিঙ্গাপুরের কেইরা মারি তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ পদক জিতে নেন।
নেহা মেয়েদের ডিঙ্গি ইভেন্টে রুপো জিতলেন। ধারাবাহিক ভাবে ভাল খেলে দেশকে পদক এনে দিলেন তিনি। ১৭ বছরের নেহা থাইল্যান্ডের নোপ্পাস্রন খুনবুজানকে হারিয়ে পদক জিতেলন। রুপো জেতার মুহূর্তে তাঁর নেট স্কোর ছিল ২৭। ১১ রাউন্ডের পর পদক জিতলেন এই ভারতীয় কন্যা। বিভাগে ১১টি ইভেন্ট রয়েছে এবং নেহা মোট ৩২ পয়েন্ট নিয়ে শেষ করেছেন। নেহার সবচেয়ে খারাপ রেসটি ছিল পঞ্চমটি যেখানে তিনি ২৭-এর নেট স্কোর নিয়ে শেষ করতে পাঁচ পয়েন্ট পেয়েছিলেনএশিয়ান গেমসে চতুর্থ রুপো এল ভারতের ঘরে। এখনও পর্যন্ত ১২টি পদক জিতছেন ভারতীয় অ্যাথলিটরা। তারমধ্যে রয়েছে দুটি সোনা।
ভোপালের জাতীয় সেইলিং স্কুল থেকে উঠে এসেছেন ভারতের তরুণ সেইলর নেহা ঠাকুর। তাঁর বাড়ি মধ্যপ্রদেশের দেওয়াস জেলার আমলাতাজ গ্রামে। নেহার বাবা পেশায় চাষি। ভারতীয় রাইজিং সেইলর নেহা অবশ্য লাইমলাইটে আসেন ২০২২ সালের মার্চে। তিনি আবু ধাবিতে হওয়া এশিয়ান সেইলিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন।
কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন ভবানী দেবী। মহিলাদের সাবার ব্যক্তিগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে চিনের শাও ইয়াকির কাছে ভারতের ভবানী দেবী ৭-১৫ ব্যবধানে পরাজিত হয়েছেন।


