শামি সিরাজদের দাপটে সিরিজ জয় ভারতের

শামি সিরাজদের দাপটে সিরিজ জয় ভারতের
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: রায়পুরে দ্বিতীয় ওয়ান ডে-তে নিউজিল্যান্ডকে একপেশেভাবে হারাল ভারত। ৮ উইকেটে ম্যাচ জিতে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলল। এক ম্যাচ বাকি থাকতেই। আপাতত ২-০ এগিয়ে ভারত। শেষ ম্যাচ শুধুমাত্র নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।
শনিবার রায়পুরের সবুজ উইকেটে ভারতীয় পেসারদের দাপটে ছারখার কিউয়িরা। ইনিংসের শুরুতে বল হাতে বিপক্ষকে ধ্বংস করে দেয় মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ। ১০৮ রানেই শেষ নিউজিল্যান্ড। সম্ভবত শেষ ২০ বছরে ভারতীয় বোলারদের সেরা পারফরম্যান্স। সিরিজে ০-১ তে পিছিয়ে থেকে নেমেছিল নিউজিল্যান্ড। ৩৪.৩ ওভারে অল আউট নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের সবচেয়ে বেশি রান করেছেন গ্লেন ফিলিপ্স(৩৬)। ভারতের হয়ে সবচেয়ে বেশ উইকেট নিয়েছেন মহম্মদ সামি(৩)। জয়ের জন্য ভারতের প্রয়োজন মাত্র ছিল১০৯ রান। তা ২ উইকেট হারিয়ে তুলে নেয় ভারত।আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০টি উইকেট নিয়ে শামির প্রয়োজন ছিল ৪টি উইকেট। দ্বিতীয় ম্যাচেই সেই মাইলফলক ছুঁয়ে ফেলতে পারতেন বাংলার পেসার। কিন্তু ৩৯৯ উইকেটেই থেমে রইলেন তিনি। ম্যাচ জিতে শামি বলছেন, ‘তৃতীয় ম্যাচে পরীক্ষা হবে কী না, টিম ম্যানেজমেন্ট বলতে পারবে। এটুকু বলতে পারি, সিরিজ যেহেতু জিতে গিয়েছি, ম্যানেজমেন্ট যদি এমন সিদ্ধান্ত নেয়, খারাপ হবে না। সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টই নেবে।’


