ইডেনে ভারত পাক সেমি? কোন অঙ্কে সম্ভব!

ইডেনে ভারত পাক সেমি? কোন অঙ্কে সম্ভব!
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: তিনটি দল বিশ্বকাপের সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে যাওয়ায় পড়ে রইল একটিই স্থান। আগামী কয়েক দিনে সেই একটি স্থানের জন্যে লড়াই করবে নিউ জ়িল্যান্ড, পাকিস্তান এবং আফগানিস্তান। এই তিন দলেরই ৮ ম্যাচ খেলে ৮ পয়েন্ট। রান রেটের বিচারে এখন চারে রয়েছে কিউয়িরা। পাঁচে পাকিস্তান এবং ছয়ে আফগানিস্তান। কিউয়িরা শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই ম্যাচ ৯ নভেম্বর।
আফগানিস্তানের বিরুদ্ধে অবিশ্বাস্য জয়লাভ করে টেবিলে আপাতত তিন নম্বরেই আছে অস্ট্রেলিয়া। রান রেটে দক্ষিণ আফ্রিকার থেকে পিছিয়ে তারা। এদিকে পাকিস্তান এখনও পয়েন্ট তালিকার পঞ্চম স্থানেই রয়েছে। সেমির আশা জিইয়ে রাখলেও আফগানরা মঙ্গলের ম্যাচ হেরে ষষ্ঠ স্থানে আছে টেবিলের। আফগানিস্তানের শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এদিকে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। এই আবহে পরের ম্যাচগুলিতে কী হলে পাকিস্তানের সুবিধা হবে?
আপাতত পাকিস্তান ৮ পয়েন্ট নিয়ে ক্রমতালিকার ৫ নম্বরে আছে। আফগানিস্তান আজকে হারায় ৪ নম্বরেই আছে নিউজিল্যান্ড। তাদের রানরেট (+০.৩৯৮) বেশ ভালো। এদিকে অস্ট্রেলিয়া ১২ পয়েন্ট নিয়ে আপাতত তিন নম্বরে আছে। তাদের সেমির টিকিট নিশ্চিত হয়েছে। অন্যদিকে আফগানিস্তান আজকের ম্যাচ হেরে ৬ নম্বরেই থেকে গিয়েছে। ভারত-পাকিস্তান সেমিফাইনাল যদি হতে হয়, তাহলে পাকিস্তানকে ৪ নম্বরে উঠে আসতে হবে।সেমিফাইনালের ম্যাচে ভারত-পাকিস্তান একে অপরের মুখোমুখি হলে ফের আরও একটনা রোমহর্ষক ম্যাচ দেখার অপেক্ষায় থাকবেন দুই দেশের ফ্যানরা। গ্রুপ লিগের ম্যাচে টিম ইন্ডিয়ার কাছে বিধ্বস্ত হতে হয়েছিল পাক দলকে। এবার অবশ্য সেই হারের বদলা নেওয়ার মানসিকতা নিয়ে মাঠে নামবে বাবর আজমের দল। অন্যদিকে, ভারতীয় ব্রিগেড চাইবে চলতি বিশ্বকাপের বিধ্বংসী ফর্মটা বজায় রাখতে। তবে সেমিতে কাজটা মোটেও সহজ হবে না।
বিশ্বকাপের সূচি অনুযায়ী শীর্ষ স্থানে থাকা দলের সঙ্গে খেলবে চতুর্থ স্থানে থাকা দল। শীর্ষস্থানে ভারত নিশ্চিত। পাকিস্তান যদি চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে ওঠে, তাহলে ভারতের বিরুদ্ধে খেলবে। সেমিফাইনালের সূচি অনুযায়ী ভারতের ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবে প্রতিপক্ষ যদি পাকিস্তান হয়, সেই ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। পাকিস্তান যদি না ওঠে এবং ভারত অন্য কোনও দলের বিরুদ্ধে খেলে সেক্ষেত্রে সেই ম্যাচ হবে ওয়াংখেড়েতে।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবেন কেন উইলিয়ামসনেরা। সেই ম্যাচেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতেই চওড়া হাসি পাকিস্তানের। কারণ নিউ জ়িল্যান্ড পয়েন্ট নষ্ট করলে সেমিফাইনালে ওঠার সুযোগ পাবেন বাবর আজ়মেরা। সেই সঙ্গে ভারত-পাকিস্তান সেমিফাইনাল হওয়ার সুযোগও রয়েছে।


