বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়ে আশা বাঁচিয়ে রাখল ভারত 

বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়ে আশা বাঁচিয়ে রাখল ভারত 
21 Sep 2023, 11:15 PM

বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়ে আশা বাঁচিয়ে রাখল ভারত 

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে আয়োজক চিনের কাছে ১-৫ গোলে হারের পর বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল ভারত।   এশিয়ান গেমসের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারাল ভারত।

প্রথমার্ধের খেলা এদিন ছিল গোলশূন্য৷ একদিকে বাংলাদেশের গোলরক্ষকের তুখোড় গোলকিপিং এবং অন্যদিকে ভারতীয় ফুটবলারদের নজিরবিহীন গোল মিসের হিড়িকে এদিন প্রথমার্ধে খাতা খুলতে পারেনি সুনীল ছেত্রীর ব্লু  টাইগার্স৷ দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটে সুনীল ছেত্রীর পেনাল্টি ভারতের জন্য ত্রাতা হয়৷

তিনটে পরিবর্তন করে খেলতে নেমেছিল ভারত। গত ম্যাচে হলুদ কার্ড দেখা গুরমিত সিংকে বসিয়ে এই ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে ধীরাজ সিংকে। অন্যদিকে রোহিত দানুকে খেলানোর হয়েছে রহিম আলির জায়গায় এবং সুমিত রাঠির জায়গায় সুযোগ পেয়েছেন চিঙ্গেলসেনা সিং।

প্রথম ম্যাচে হারের পর এদিনের ম্যাচে জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল টিম ইন্ডিয়ার৷ শেষ পর্যন্ত ১-০ গোলে নব্বই মিনিটের ম্যাচ শেষ করে ফেলে৷ ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় দল গ্রুপ এ-র একদম শেষে ছিল।

ভিসা সমস্যার জন্য চিংলেনসানা দলের সঙ্গে চিনে আসতে পারেন নি। অলিম্পিক অ্যাসোসিয়েশন এক্সপ্রেস ভিসার ব্যবস্থা করে তড়িঘড়ি চিংলেনসানাকে চিনে পাঠিয়েছে। অন্যদিকে দলের যোগ দিতে চিন উড়ে গেলেন অনিকেত যাদব, নরেন্দর গেহলট ও গুরকিরত সিং।

 ২৩ সেপ্টেম্বর শনিবার চিনে গেমসের উদ্বোধন হবে সাড়ম্বরে। এতদিন একজন পতাকাবাহক থাকতেন অনুষ্ঠানে। এবার নিয়মের খানিক বদল হয়ে দু'জন পতাকা বইবেন। একজন নামী মহিলা বক্সার লভলিনা বারগোঁহাই। অন্যজন পুরুষ হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং।

Mailing List