প্রস্তুতি ছাড়াই চিনের বিরুদ্ধে খেলতে নামছে ভারত

প্রস্তুতি ছাড়াই চিনের বিরুদ্ধে খেলতে নামছে ভারত
18 Sep 2023, 06:45 PM

প্রস্তুতি ছাড়াই চিনের বিরুদ্ধে খেলতে নামছে ভারত

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসে প্রথম ম্যাচে শক্তিশালী চিনের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। এই ম্যাচে সম্ভবত খেলবেন না ভারতের দুই তারকা ফুটবলার সুনীল ছেত্রী, সন্দেশ জিঙ্ঘানশেষ মুহুর্তে চুড়ান্ত দল বাছার ফলে প্রস্তুতির সময়ও পাননি সেটিও তুলে ধরেছেন স্টিম্যাচ। এই নিয়ে তিনি বলেছেন, "খেলোয়াড়রা রবিবার বিকেল ৫টা-৬টা নাগাদ দিল্লি বিমানবন্দরে এসেছে। সেখান থেকে রাত ১০টার বিমান ধরে আমরা হংকং। সেখানে আরও ৫-৬ ঘন্টা অপেক্ষা করে হাংঝাউ। আমরা হাংঝাউতে স্থানীয় সময় সোমবার বিকেল ৫টায় পৌঁছব। আর মঙ্গলবার ম্যাচের আগে সঠিকভাবে অনুশীলন করতে পারব না। বিমানবন্দরে আর বিমানে বসেই আমাদের ট্যাকটিকাল প্রস্তুতি সারতে হবে, যাতে তারা সঠিক পরিমাণে বিশ্রাম নিতে পারে আর ম্যাচের আগে পর্যাপ্ত ঘুম পেতে পারে।"

রবিবার রাতে চিনের উদ্দেশ্যে রওনা দেয় ভারতীয় দল। সোমবার বিকেল গেমস ভিলেজে পৌঁছায় ভারতীয় দল। এশিয়া কাপের প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে বিনা প্রস্তুতিতে নামতে হচ্ছে ভারতীয় দলকে। যদিও প্রস্তুতি নিয়ে না ভেবে চিন ম্যাচেই ফোকাস করতে চাইছেন দলের কোচ ইগর স্টিমাচ।

ভারতীয় দলের কোচ রবিবার চিন সফরে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে বলেন,  'চিনের বিরুদ্ধে ম্যাচটা নিয়ে আমার কোনও মাথাব্যথাই নেই। এই ম্যাচে যদি সন্দেশ জিঙ্ঘান কিংবা সুনীল ছেত্রীর মতো ফুটবলারররা না খেলেন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আমি আপাতত বাংলাদেশ এবং মায়ানমার ম্যাচ নিয়েই সবথেকে বেশি চিন্তিত। ’

Mailing List