১৩ বছর পর এশিয়ান গেমসের দ্বিতীয় রাউন্ডে ভারত

১৩ বছর পর এশিয়ান গেমসের দ্বিতীয় রাউন্ডে ভারত
25 Sep 2023, 09:45 AM

১৩ বছর পর এশিয়ান গেমসের দ্বিতীয় রাউন্ডে ভারত

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসের দ্বিতীয় রাউন্ডে ভারত। মায়ানারের সঙ্গে ১-১ গোলে ড্র করলেন সুনীলরা। কার্যত নক আউট ম্যাচে খেলতে নেমে বেশ হাড্ডাহাড্ডি লড়াই ছিল দুই দলের মধ্যে। ২৩ মিনিটে পেনাল্টি পায় ভারত। নিখুঁত শটে গোলের জালে বল জড়িয়ে দেন অধিনায়ক সুনীল ছেত্রী। ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর থেকে অবশ্য চেষ্টা করেও আর গোল পায়নি ভারত। অন্যদিকে ম্যাচে ফিরতে মরিয়া লড়াই শুরু করে মায়ানমার। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে মায়ানমারের হয়ে গোল করেন পরিবর্ত হিসাবে নামা কিয়াও। তবে আর গোল করতে পারেনি দুই দলের কেউই। ৭৪ মিনিটে ক্রস থেকে হেডে গোল করে সমতা ফেরান কেইয়াও হটওয়ে। ১-১ হওয়ার পর কিছুটা চাপে পড়ে ভারত।

গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে ম্যাচ শুরু করেছিল ভারত। রবিবারের ম্যাচে মায়ানমারকে হারাতে পারলেই মিলবে পরের রাউন্ডের টিকিট, এই সমীকরণ মাথায় রেখেই খেলতে নেমেছিলেন সুনীল ছেত্রীরা। ইতিমধ্যেই গ্রুপ থেকে শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে আয়োজক দেশ চিন। গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে ওঠার লড়াই ছিল ভারত ও মায়ানমারের মধ্যে। ম্যাচ ড্র করে দ্বিতীয় স্থানের টিকিট নিশ্চিত করে ফেলল ভারত। কঠিন ম্যাচেও ত্রাতার নাম সেই সুনী‌ল ছেত্রী।

মায়ানমারের থেকে একটি গোল বেশি করায় প্রি-কোয়ার্টার ফাইনালে চলে গেল ভারত। তবে পারফরম্যান্স নিয়ে খুশি হতে পারবে না সুনীলদের ক্রোয়েশিয়ান কোচ। তিন ম্যাচের মধ্যে একটি হার, একটি ড্র এবং একটি জয়। তবে চীনের কাছে পাঁচ গোল হজম করার পর দারুণ প্রত্যাবর্তন ভারতীয় ফুটবল দলের।

Mailing List