ভারত চাঁদে চলে গেছে, পাকিস্তান এখনও ভিক্ষা করছে! কেন এমন বললেন নওয়াজ শরিফ

ভারত চাঁদে চলে গেছে, পাকিস্তান এখনও ভিক্ষা করছে! কেন এমন বললেন নওয়াজ শরিফ
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ভারতীয় বিজ্ঞানীরা চাঁদে চন্দ্রযান-৩ পাঠিয়েছেন। চাঁদে মহাকাশযান পাঠানোর অভিযান সফলভাবেই সুসম্পন্ন করছে ভারত। পাকিস্তানের জনগণ চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম চাঁদের অন্ধকার অংশে পা রাখার পর ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের আম জনতা। পাক সংবাদমাধ্যমও ভারতের এই সাফল্যে উচ্ছ্বসিত। এবং ভারতের এই সাফল্যের পাশাপাশি পাকিস্তানের আর্থিক দুরাবস্থার কথাও তারা তুলে ধরেছে। এবার পাক জনতা ও সংবাদমাধ্যমের মতোই ভারতকে প্রশংসায় ভরিয়ে দিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এই মুহূর্তে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন। সেখান থেকেই তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন)-এর কর্মীদের এক সভায় ভার্চুয়াল বক্তব্য রাখেন নওয়াজ শরিফ। এবং সেখানেই তিনি ভারতের প্রশংসা করে বলেছেন, ‘‘ভারত চাঁদে পৌঁছে গেছে। আর আমরা এখনও ভিক্ষার ঝুলি নিয়ে গোটা বিশ্বে ঘুরে বেড়াচ্ছি।’’
পাকিস্তানের মূল্যবৃদ্ধি এবং আর্থিক পতনের জন্য পাক সেনার আধিকারিক এবং বিচারপতিদের একাংশকে দায়ী করেছেন তিনি। শরিফ বলেছেন, ‘‘ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে ভারতের বৈদেশিক মুদ্রায় সঞ্চয় ছিল ১০০ কোটি ডলার। আজ তা বেড়ে ৬০০ কোটি ডলার হয়েছে। আর আমরা এখনও বিশ্বমাঝে ভিক্ষার থলি নিয়ে ঘুরে বেড়াচ্ছি।’’ উল্লেখ্য, পানামা পেপার কাণ্ডে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে গদিচ্যুত হন নওয়াজ শরিফ। পাকিস্তানের শীর্ষ আদালত জানিয়ে দেয়, কোনওদিন আর তিনি দলের কোনও পদে থাকতে পারবেন না। তাঁর বিরুদ্ধে আয় বহির্ভূত বিপুল অংকের বেতন লুকোনোর অভিযোগ ছিল। এই মামলায় কিছুদিন শাস্তিভোগ করার পর চিকিৎসার কারণে লন্ডন চলে যান নওয়াজ শরিফ। এখনও তিনি সেখানে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন। জানা গেছে, আসন্ন নির্বাচনে অংশ নিতে আগামী অক্টোবর মাসে পাকিস্তানে ফিরতে পারেন নওয়াজ শরিফ।


