সিঙ্গাপুরকেও ১৬ গোল দিল ভারত, জয় রথ অব্যাহত হকিতে

সিঙ্গাপুরকেও ১৬ গোল দিল ভারত, জয় রথ অব্যাহত হকিতে
আনফোল্ড বাংলা স্পোটর্স ডেস্ক: এশিয়ান গেমসের ম্যাচে ভারত বনাম সিঙ্গাপুর ম্যাচের স্কোরলাইন ১৬-১। মঙ্গলবার এবারের এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় খেলায় ধুন্ধুমার পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। ১৬ গোলের মধ্যে অধিনায়ক হরমনপ্রীত একাই করেন চারটে গোল। সব গোলই এল পেনাল্টি কর্নার থেকে। মঙ্গলবার ১২ মিনিটের মাথায় প্রথম গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন মনদীপ। প্রথম কোয়ার্টারে একটিই গোল করেছিল তারা। দ্বিতীয় কোয়ার্টার থেকে একের পর এক গোল করতে শুরু করেন হরমনপ্রীতেরা। ভারতের হয়ে হ্যাটট্রিক করেন মনদীপ সিং। পুল 'এ'-র ম্যাচে ভারতের হয়ে হরমনপ্রীত হ্যাটট্রিক করেন। প্রথম কোয়ার্টারে ভারতীয় দলকে তেমন ছন্দে দেখায়নি। তবে দ্বিতীয় কোয়ার্টারেই তেড়েফুড়ে আক্রমণ শুরু করে ভারত। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৬-০ গোলে এগিয়ে যায় ভারতীয় দল।
সিঙ্গাপুরের বিরুদ্ধে জোড়া গোল করেছেন বরুণ, কুমার, অভিষেক। এছাড়াও গোল করেছেন ললিত উপাধ্যায়, বিবেক সাগর প্রসাদ, গুরজন্ত, শামশের এবং মনপ্রীত সিং। এশিয়ান গেমস ২০২৩ এ এখনও দুটো ম্যাচ খেলেছে ভারতের পুরুষ হকি দল। প্রথম দুটি ম্যাচেই ভারত ৩২টি গোল করে ফেলেছে। যার মধ্যে রয়েছে পাঁচটি হ্যাট্রিক।
এশিয়ান গেমসের ম্যাচে ভারত বনাম সিঙ্গাপুর ম্যাচের স্কোরলাইন ১৬-১। মঙ্গলবার এবারের এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় খেলায় ধুন্ধুমার পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। ৮ সেপ্টেম্বর হরমনপ্রীতরা গত বারের চ্যাম্পিয়ন জাপানের বিরুদ্ধে খেলবে। ঠিক তার দুইদিন পরেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২ অক্টোবর ভারতকে চ্যালঞ্জ জানাবে বাংলাদেশ।


