পাকিস্তানকে হারিয়ে হকিতে এশিয়া সেরা ভারত

পাকিস্তানকে হারিয়ে হকিতে এশিয়া সেরা ভারত
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক হয়েছে বাইশ গজের লড়াই। এবার পথেই হাঁটছে হকিও। সাবেকি ফিল্ড হকির সঙ্গে এসেছে হকি ফাইভ এস। আগামী বছর ওমানে হবে হকি ফাইভ এসের বিশ্বকাপের আসর। ভারত ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে।
তার আগে এশিয়া কাপে সেরা হল ভারতীয় দল। তাও পাকিস্তানকে হারিয়ে। নির্ধারিত সময় ,,খেকার ফল ছিল অমীমাংসিত। কিন্তু টাইব্রেকারে ম্যাচ জিতে নেয় ভারত।
এই ম্যাচে ভারতের হয়ে ১৯তম ও ২৬তম মিনিটে গোল করেন মহম্মদ রাহিল, বাকী দুটি গোল করেন ৭ মিনিটে জুগরাজ সিং ও ১০ মিনিটে মনিন্দর সিং।
যেখানে গুরজোত সিং এবং মনিন্দর সিং পেনাল্টি শুটআউটে পাকিস্তানকে গোলকিপারকে পরাস্ত করতে সক্ষম হন। অন্যদিকে, পাকিস্তানের হয়ে ৫ মিনিটে আব্দুল রেহমান, ১৩ মিনিটে অধিনায়ক আব্দুল রানা, ১৪ মিনিটে জিকরিয়া হায়াত এবং ১৯ মিনিটে আরশাদ লিয়াকত গোল করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ট্যুইটে লেখেন, ''হকিফাইভএস এশিয়া কাপে চ্যাম্পিয়ন! অসাধারণ বিজয়ের জন্য ভারতীয় পুরুষ হকি দলকে অভিনন্দন। এটা আমাদের খেলোয়াড়দের অবিচল নিবেদিত এবং এই জয়ের মাধ্যমে, আমরা আগামী বছর ওমানে হকি ফাইভ এস ওয়ার্ল্ড কাপে আমাদের স্থান নিশ্চিত করেছি। আমাদের খেলোয়াড়দের দৃঢ়তা এবং দৃঢ়তা আমাদের জাতিকে অনুপ্রাণিত করতে অব্যাহত রাখে।''


