ডিজেলের পাইপ লাইনে নতুন বন্ধন ভারত-বাংলাদেশের  

ডিজেলের পাইপ লাইনে নতুন বন্ধন ভারত-বাংলাদেশের   
18 Mar 2023, 08:10 PM

ডিজেলের পাইপ লাইনে নতুন বন্ধন ভারত-বাংলাদেশের

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: ২০১৮ সালে সূচনা হয়েছিল। ২০২৩ সালে শুরু হয়ে গেল। এ যেন আরও এক নতুন সম্পর্কের বন্ধন। তা হল ডিজেলের পাইপ লাইনে। চালু হয়ে গেল আসামেপ নুমালিগড় থেকে পাইললাইনে বাংলাদেশের পার্বতীপুর ডিপোয় ডিজেল পৌঁছানো। শনিবার যার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশে উত্তরের ১৬ জেলায় নিরবিচ্ছন্নভাবে ডিজেল সরবরাহ ও নীলফামারীর সৈয়দপুরের ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র-সহ এই অঞ্চলের অন্যান্য ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি চাহিদাপূরণের লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল (ডিজেল) আমদানির রিসিভ টার্মিনাল স্থাপন করা হয়। অসমের নুমালিগড় রিফাইনারি থেকে শিলিগুড়ি রেল টার্মিনাল পর্যন্ত এবং ৬০ কিলোমিটার পাইপলাইনের সঙ্গে শিলিগুড়ি টার্মিনাল থেকে পার্বতীপুর পর্যন্ত ১৩০ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করা হয়েছে। তার মধ্যে ভারতে ৫ কিলোমিটার ও বাংলাদেশে ১২৫ কিলোমিটার। ব্যয় হয়েছে ৫২০ কোটি টাকা। যার মধ্যে ভারত সরকার ৩০৩ কোটি ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ২১৭ কোটি টাকা বিনিয়োগ করেছে।

এর ফলে বাংলাদেশের ডিজেলের চাহিদা অনেকটা পূরণ হবে বলেই আশাবাদী বাংলাদেশী সরকার।

Mailing List