রূপে অতুলনীয়! টাকা-পয়সা, সোনায় দানায়, বিলাসিতায় থাকেন এই রাশির মেয়েরা

রূপে অতুলনীয়! টাকা-পয়সা, সোনায় দানায়, বিলাসিতায় থাকেন এই রাশির মেয়েরা
আনফোল্ড বাংলা প্রতিবেদন: জ্যোতিষ শাস্ত্রে কোনও না কোনও ব্যক্তির নাম কোনও না কোনও রাশির সঙ্গে যুক্ত আছে৷ নেচার বা ব্যক্তিত্ব’র সঙ্গে এই বিষয় একে অপরের থেকে ভিন্ন৷
মানুষে মানুষে মনের মিল থাকে বারোআনা, আর বাকি চারআনা থাকে সেই চারআনা দিয়েই লেখা হয় দিনলিপি৷
তবে যে সমস্ত নারীরা চরম বিলাসিতার জীবনযাপন করতে ভালবাসেন৷ নামী, দামি জিনিসপত্র কিনতে ভালবাসেন৷ টাকা পয়সার অভাব কখনই হয়না কয়েকটি রাশির মেয়েদের৷ তারা হলেন-
বৃষ রাশির জাতক-জাতিকারা অত্যন্ত বিলাসিতার জীবন যাপন করতে ভালবাসেন৷ এই নারীদের অন্দরে থাকে এক গভীর আকর্ষণ৷
এঁদের প্রিয় ও অপ্রিয় জিনিসপত্র সর্বদাই একে অপরের থেকে এক্কেবারে আলাদা হয়ে থাকে৷ প্রথম আলাপের সামনের মানুষকে প্রভাবিত করতে পারেন৷
নিজের জীবন অত্যন্ত বিস্তারিত ভাবে বাঁচতে ভালবাসেন এই রাশির জাতক-জতিকারা৷ নিজের জন্য প্রচুর টাকা খরচ করেন এই রাশির জাতক-জাতিকারা৷ কেননা বৃষ রাশির জাতক-জাতিকাদের স্বামী হলেন শুক্র৷
আবার মিথুন রাশির মহিলারা বিলাসিতার জীবন যাপন করতে ভালবাসেন৷ পোশাক, গয়না, সাজগোজের জিনিসপত্র কিনতে প্রচুর পরিমাণে খরচ করেন এরা৷
বুদ্ধির দিক থেকে অত্যন্ত দীপ্তমান হন এর সঙ্গে দূরদর্শীও৷ এই রাশির স্বামী বুধ, যিনি এই ধরনের বৈশিষ্ট্য প্রদান করেছেন৷
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত বড় খবর৷ এই রাশির মেয়েরা অত্যন্ত সুখে থাকেন৷ একই সঙ্গে হাত খুলে খরচও করতে পারেন৷
এই রাশির মেয়েদের কাছে বিলাসজাত দ্রব্য প্রচুর পরিমাণে থাকে৷ এই রাশির মানুষদের কাছে বিলাসজাত দ্রব্য অত্যন্ত পরিমাণে থাকে৷ এঁদের ব্যক্তিত্ব অত্যন্ত পরিমাণে আকর্ষণীয়৷ সুখ সুবিধা পেতে গেলে প্রচুর পরিমাণে পরিশ্রম করেন৷ এর ব্যবহারিক দিকও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
এদিকে বৃশ্চিক রাশির মেয়েরা অত্যন্ত সাহসী হয়ে থাকেন, কোনও রকমের ভয় তাঁদের শরীরে কাজ করেনা৷ এই নারীরা স্বাধীন প্রিয় হয়ে থাকেন৷ চাপ দিয়ে কাজ করানো যায়না এই রাশির জাতক-জাতিকাদের৷ সুস্বাদু খাবার খেতে পছন্দ করেন এই রাশির জাতিকারা৷


