জাকির হোসেন ও আমিরুদ্দিন ববিকে আগামী সপ্তাহে তলব করল আয়কর দফতর

জাকির হোসেন ও আমিরুদ্দিন ববিকে আগামী সপ্তাহে তলব করল আয়কর দফতর
আনফোল্ড বাংলা প্রতিবেদন: মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক ও রাজ্যের প্রাক্তন শ্রমমন্ত্রী জাকির হোসেন এবং কলকাতা পুরসভার কাউন্সিলর ও মেয়র পারিষদ আমিরুদ্দিন ববিকে তলব করল আয়কর দফতর। তাঁদের আগামী সপ্তাহে আয়কর দফতরের কলকাতা অফিসে হাজিরা দিতে বলা হয়েছে।
এর আগে বুধবার জাকির হোসেনের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে ১১ কোটি টাকা উদ্ধার করে আয়কর দফতর। বুধবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এই তল্লাশি। টাকা উদ্ধারের পর এবার তাঁকে তলব করল আয়কর দফতর। সূত্রের খবর, তাঁকে সমস্ত ধরনের নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছে। সেই সঙ্গে তাঁর গত ৫ বছরের ইনকাম ট্যাক্স রিটার্নের ফাইলও সঙ্গে আনতে বলা হয়েছে। তিনি যদি ওই টাকার উৎস নিয়ে কোনও প্রমাণ দিতে পারেন তাহলে তাঁর সব টাকা ফিরিয়ে দেওয়া হবে। তবে তা না হলে জাকিরের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করবে আয়কর দফতর। শুধু জাকির হোসেন নয়, আয়কর দফতরে ডাক পড়েছে মেয়র পারিষদ আমিরুদ্দিন ববিরও।
জাকিরের অফিসের পাশাপাশি আমিরুদ্দিন ববির হোটেলেও হানা দেয় আয়কর দফতর। সেখানে প্রায় ৩৫ ঘণ্টা ধরে তল্লাশি চলে। সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়। তাঁকেও আগামী সপ্তাহে তলব করা হয়েছে। ২০১০ সাল থেকে কলকাতা পুরনিগমের কাউন্সিলর তিনি। কেএমসির প্রাক্তন ডেপুটি মেয়র ইকবাল আহমেদের ঘনিষ্ঠ বলেই রাজনৈতিক মহলে পরিচিত আমিরুদ্দিন ববি। রাজনীতিতে আসার অনেক আগে থেকেই তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাঁর হোটেল ব্যবসা কলকাতা ছাড়িয়ে ভিন রাজ্যেও রয়েছে। সেই আমিরুদ্দিন ববিকে এবার তলব করল আয়কর দফতর। তাঁকেও ইনকাম ট্যাক্স রিটার্ন সহ অন্যান্য নথি নিয়ে হাজির হতে বলা হয়েছে।


