আয়করদাতাদের জন্য দারুন সুবিধা নিয়ে এল আয়কর বিভাগ, চালু হল নয়া অ্যাপ

আয়করদাতাদের জন্য দারুন সুবিধা নিয়ে এল আয়কর বিভাগ, চালু হল নয়া অ্যাপ
আনফোল্ড বাংলা প্রতিবেদন: আয়কর রিটার্ন আরও সরলীকরণ-সহ আয়করদাতাদের জন্য আরও একগুচ্ছ সুবিধা নিয়ে আনল আয়কর বিভাগ। এর জন্য নতুন এক অ্যাপ চালু করল আয়কর বিভাগ। জানা গিয়েছে, গুগল প্লে বা অ্যাপ স্টোরে গিয়ে করদাতারা বিনামূল্যে এআইএস ফর ট্যাক্সপেয়ার্স নামের এই অ্যাপটি সহজেই ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে আরও সহজে আয়কর রিটার্ন-সহ বিভিন্ন পরিষেবা পাওয়া পাবে। আয়কর বিভাগ জানিয়েছে, এই অ্যাপের মাধ্যমে করদাতারা বার্ষিক তথ্য বিবরণী এবং করদাতার দেওয়া তথ্যের সারাংশ দেখতে পারবেন। সঙ্গে দেখতে পারবেন টিডিএস এবং টিসিএস সম্পর্কিত বিস্তারিত বিবরণ। এই এআইএস ফর ট্যাক্সপেয়ার্স অ্যাপের সাহায্যে ট্যাক্স প্রদান, আয়কর রিটার্ন, সুদ, শেয়ার লেনদেন, লভ্যাংশ এবং জিএসটি সম্পর্কিত তথ্যও মিলবে। তবে এ সব কিছুর জন্য সবার আগে আয়করদাতাদের প্রথমে অ্যাপে নিজেদের নথিভুক্ত করতে হবে। তারপরই তাঁরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন। নাম নথিভুক্তির জন্য করদাতাদের প্যান নম্বর দিতে হবে। তবেই তাঁরা লগ ইন করতে পারবেন।


