Malda মালদহে মিশন নির্মল বাংলার বর্জ্য নিষ্কাশন প্রকল্পের উদ্বোধন

Malda মালদহে মিশন নির্মল বাংলার বর্জ্য নিষ্কাশন প্রকল্পের উদ্বোধন
31 May 2023, 08:30 PM

Malda মালদহে মিশন নির্মল বাংলার বর্জ্য নিষ্কাশন প্রকল্পের উদ্বোধন

 

নারায়ণ সরকার, মালদা

    

পরিষ্কার পরিচ্ছন্নতা সমাজের সৌন্দর্য্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবেশ নির্মলও রাখে। এই কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারের মিশন নির্মল বাংলা প্রকল্পের আওতায় মালদহের রতুয়া ২ নং ব্লকের পরানপুর অঞ্চলের মির্জাতপুর এলাকায় এক কঠিন বর্জ্য নিষ্কাশন (solid waste management) প্রকল্পের উদ্বোধন হয়ে গেল বুধবার দুপুর নাগাদ। আনুমানিক ৪১ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্পের উদ্বোধন হয়।

    পাশাপাশি রতুয়া ২ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নিশিত কুমার মাহাতো জানান, রাজ্য সরকারের মিশন নির্মল বাংলা প্রকল্পের মাধ্যমে পচনশীল বর্জ্য পদার্থ সংগ্রহ করে জৈব সারে রূপান্তরিত করা হবে এবং অপাচ্য বর্জ্য পদার্থকে রিসাইক্লিং এর মাধ্যমে বিভিন্ন প্রয়োজনীয় ব্যবহার্য উপাদান তৈরি করা হবে। এর ফলে পরিবেশ তথা এলাকা নির্মল থাকবে। পরানপুর অঞ্চল প্রধান জাসমিন বিবি বলেন, এই প্রকল্প উদ্বোধন হওয়ায় রাস্তাঘাট পরিষ্কারের পাশাপাশি বিভিন্ন মশাবাহিত রোগ থেকে মানুষ মুক্তি পাবে। এই ধরনের প্রকল্প উদ্বোধন ও চিন্তা ভাবনার জন্য রতুয়া ২ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কে রতুয়া বিধানসভার বিধায়ক সমর মুখার্জী ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পাশাপাশি বিধায়ক বলেন, এই প্রকল্পের মাধ্যমে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও নির্মল থাকবে। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুখুরিয়া থানার এএসআই অভিজিৎ দাস, পুরানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি শেখ শাহজাহান, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ প্রতিনিধি রিন্টু, এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক নেতা অমল পাঠক সহ অন্যান্য কর্মীরা।

   অন্যদিকে রতুয়া ২ নং ব্লকের মহারাজপুর এলাকায় সেখানেও হয়ে গেল রাজ্য সরকারের এই মিশন নির্মল বাংলা বজ্র পদার্থ নিষ্কাশনের উদ্বোধন। উপস্থিত ছিলেন যারা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি সহ অন্যান্য নেতৃত্বরা।

Mailing List