এই উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!

এই উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!
আনফোল্ড বাংলা প্রতিবেদন: “চোখ যে মনের কথা বলে”! চোখ মনের কথা না বললেও, সুন্দর একজোড়া চোখ সবার নজর কাড়ে। আর তাই তো চোখকে সুন্দর করে তোলার জন্য রমনীদের চেষ্টার শেষ নেই। কিন্তু চোখ যদি হয় ক্লান্ত,ফোলাফোলা কিংবা চোখের নিচে জমা হয় কালি, তখন চোখ কে যত ভাবে সাজানোই হোক না কেন, চোখ হারিয়ে ফেলে তার সৌন্দর্য। চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ দূর করার টিপস রইল আপনাদের জন্য-
চোখের ফোলাভাব এবং ডার্ক সার্কেল দূর করার অনেকগুলো উপায় আছে।
আলু
আলুতে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি এনজাইম, যা চোখের নিচের ফোলাভাব এবং ডার্কসার্কেল দূর করতে সাহায্য করে।
ফোলাভাব কমাতে যেভাবে আলু ব্যবহার করবেন-
আলুকে হাফ ইঞ্চি মোটা করে কয়েক টুকরা স্লাইস করে নিন।
একটু বড় করে কাটবেন, যেন চোখের পাতা এবং চোখের চারপাশে ভালোভাবে ঢেকে যায়।
দুই টুকরা আলুর স্লাইস দুই চোখে দিয়ে রাখুন।
১০ মিনিট পর পুরাতন আলু ফেলে দিয়ে নতুন আলু চোখের উপরে দিন। এই পদ্ধতি বেশ কয়েকবার পুনরাবৃত্তি করুন।
এরপর চোখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নারকেল তেল লাগান। আলুর রস স্কিনকে ড্রাই করে ফেলে, নারকেল তেল এই ড্রাইনেস কমাতে সাহায্য করে।
ডার্ক সার্কেল কমানোর জন্য যেভাবে ব্যবহার করবেন-
আলুর রস, লেবুর রস এবং বেকিং সোডা দিয়ে পেস্ট তৈরি করতে পারেন।
চোখের নিচে ২০ মিনিট রাখুন।
তারপর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
ডিমের সাদা অংশ
ডিমের সাদা অংশ চোখের চারপাশের ত্বক টানটান রাখতে সাহায্য করে, বলিরেখা কমায়। এছাড়াও চোখের মাস্ক হিসাবে বেশ কার্যকর।
যেভাবে ডিমের সাদা অংশ ব্যবহার করবেন-
ফ্রিজে রাখা ঠান্ডা দুটি ডিমের সাদা অংশ ভালো করে ফাটিয়ে নিন।
সাথে কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে নিন।
এবার একটি ব্রাশ ডিমের সাদা অংশের মধ্যে ডুবিয়ে চোখের নিচে লাগান।
১০- ১৫ মিনিট পর শুকিয়ে গেলে জল দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন।
ভাল ফল পাওয়ার জন্য প্রতিদিন এটি ব্যবহার করুন।
টি- ব্যাগ
কালো বা গ্রীন টি -ব্যাগ উভয়েই চোখের নিচের ফোলা কমাতে সাহায্য করে থাকে। চা পাতায় অ্যান্টি-ইরিট্যান্ট উপাদান আছে যা চোখের নিচের ফোলাভাব কমাতে সাহায্য করে।
ফোলাভাব কমাতে যেভাবে টি- ব্যাগ ব্যবহার করবেন-
টি-ব্যাগগুলো ফ্রিজে রাখুন।
খুব ঠাণ্ডা হয়ে গেলে টি-ব্যাগ গুলো চোখের উপরে ১০-১ ৫ মিনিট দিয়ে রাখুন।
১৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।


