সকালে স্বামীকে নিয়ে বাপের বাড়ি গেলেন স্ত্রী, সন্ধেয় বাড়ি ফিরে খেলেন কীটনাশক, ঘুরতে গেলেন সর্ষে খেতে, তারপর....

সকালে স্বামীকে নিয়ে বাপের বাড়ি গেলেন স্ত্রী, সন্ধেয় বাড়ি ফিরে খেলেন কীটনাশক, ঘুরতে গেলেন সর্ষে খেতে, তারপর....
21 Jan 2023, 06:09 PM

সকালে স্বামীকে নিয়ে বাপের বাড়ি গেলেন স্ত্রী, সন্ধেয় বাড়ি ফিরে খেলেন কীটনাশক, ঘুরতে গেলেন সর্ষে খেতে, তারপর....

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: স্বামী স্ত্রী মিলে সকালে গিয়েছিলেন শ্বশুর বাড়ি। সন্ধ্যায় ফিরে দু’জনে এক সঙ্গে খেলেন বিষাক্ত গ্যাস ট্যাবলেট (কীটনাশক)। তারপর আবারও দু’জনে একসঙ্গে ঘুরতে গেলেন গ্রামের সর্ষে খেতে। পরে সেখান থেকেই দু’জনেই মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে বাংলাদেশে। বগুড়ার শেরপুর উপজেলায়। মৃত দম্পতির নাম জিসান (২২) ও তাঁর স্ত্রী ফারজানা আক্তার (১৯)। দম্পতির বাড়ি শেরপুর পৌর শহরের হাজিপুর এলাকায়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদ থেকেই এমনটা হয়েছে। কিন্তু প্রশ্নও উঠছে বেশ কয়েকটি। দম্পতির মধ্যে বিবাদ হলে দু’জনে কেন শ্বশুরবাড়িতে (মেয়ে বাপের বাড়িতে) বেড়াতে যাবেন? ফিরে এসে একসঙ্গে কীটনাশক খাওয়ার পর কেনই বা ঘুরতে যাবেন? পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

জিসানের বাবা বেলাল হোসেন বলেন, গতকাল সকালে খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামে ফারজানার বাবার বাড়ি বেড়াতে যান দুজনে। দুপুরে জিসান ও ফারজানা বাড়িতে ফিরে নিজেদের ঘরেই শুতে যান। অনুমান, তখনই কীটনাশক খান। তারপর বাড়ির পাশে শর্ষেখেতে ঘুরতে যান। সেখানে ফারজানা অসুস্থ হয়ে রক্তবমি শুরু করেন। জিসানও অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন স্বামী-স্ত্রীকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। শারীরিক অবস্থার অবনতি হলে দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টায় ফারজানার মৃত্যু হয়। ১৫ মিনিট পর জিসানও মারা যান।

Mailing List