নিয়োগ দুর্নীতি-কান্ডের মাঝেই পুলিশ সুপারের সই জাল করে সিভিক ভলেন্টিয়ারের চাকরি! প্রতারণা কান্ডে ধৃত দুই

নিয়োগ দুর্নীতি-কান্ডের মাঝেই পুলিশ সুপারের সই জাল করে সিভিক ভলেন্টিয়ারের চাকরি! প্রতারণা কান্ডে ধৃত দুই
03 Apr 2023, 02:00 PM

নিয়োগ দুর্নীতি-কান্ডের মাঝেই পুলিশ সুপারের সই জাল করে সিভিক ভলেন্টিয়ারের চাকরি! প্রতারণা কান্ডে ধৃত দুই

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, রায়গঞ্জ: নিয়োগ দুর্নীতি কান্ডে যখন তোলপাড় রাজ্য, তখনই ঘটলো আর এক ঘটনা। এবার পুলিশ সুপারের সই জাল করার অভিযোগ উঠলো। আর সেই সই জাল করে সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়ার চেষ্টা এবং তার জন্য টাকা নেওয়ারও অভিযোগ উঠলো। শুধু সিভিক ভলেন্টিয়ার নয়, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ারও অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত যুবককে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শিবনাথ ঠাকুর। উত্তর দিনাজপুর জেলার  কালিয়াগঞ্জ থানার হাসপাতাল পাড়া এলাকায় বাড়ি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ করেছিলেন হেমতাবাদের বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের গুটিন গ্রামের বাসিন্দা হরিয়া বর্মন। তাকে স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হন মনসুর মহম্মদ নামে এক ব্যক্তি। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ শিবনাথ ঠাকুরের নাম জানতে পারে। সূত্রের খবর, অন্তত ৯ জনকে সিভিক ভলেন্টিয়ারের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলেছিল অভিযুক্ত।

 

Mailing List