ভরসন্ধ‍্যায় হাবড়ার জনবহুল এলাকায় গুলি, গুলিবিদ্ধ ২ যুবক, তদন্তে পুলিশ

ভরসন্ধ‍্যায় হাবড়ার জনবহুল এলাকায় গুলি, গুলিবিদ্ধ ২ যুবক, তদন্তে পুলিশ
06 Feb 2023, 02:11 PM

ভরসন্ধ‍্যায় হাবড়ার জনবহুল এলাকায় গুলি, গুলিবিদ্ধ ২ যুবক, তদন্তে পুলিশ

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: ভর সন্ধ্যায় ফের গুলি চলল। এবার ঘটনাটি ঘটেছে হাবড়ার জিওলডাঙ্গা গাঙ্গুলী পাড়া এলাকায়। এলাকা জুড়ে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে।

 পঞ্চায়েত নির্বাচনের আগে একের পর এক গুলি বোমার ঘটনায় একটা সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। এর আগে বাসন্তী, বীরভূম, মাড়গ্রাম, মুর্শিদাবাদ, ক্যানিং সহ বিভিন্ন জায়গায় একের পর বোমা গুলির ঘটনা ঘটতে দেখা গিয়েছে। ফলে আইন শৃঙ্খলা নিয়েও বিরোধী দল গুলো প্রশ্ন তুলতে শুরু করেছে। এবার জানা গিয়েছে, ওই দুই যুবক দিন তিনেক আগে হাবরায় মামার বাড়িতে এসেছিলেন। দুই যুবকের নাম মনি দাস (২৮) এবং সুকদেব দাস (২৫)। হাবরার বানিপুরে লোক উৎসব দেখার জন্য তিনদিন আগে মামার বাড়িতে আসেন ওই দুই যুবক। সেখানেই ভর সন্ধ্যেবেলায় হাবরায় তাদের গুলি করা হয়েছে বলে অভিযোগ। কয়েকজন আততায়ী হঠাৎ এসে দুই যুবককে গুলি করে চলে যায়। তাদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি কারনে এই গুলির ঘটনা, কেন তাদের গুলি করা হলো, আততায়ী কারা, সেই বিষয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। তবে ভর সন্ধ্যাবেলায় হাবরার মতো একটি জনবহুল এলাকায় গুলি চলার ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

Mailing List