রাতের অন্ধকারে বিদায়ী প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ হাওড়ায়

রাতের অন্ধকারে বিদায়ী প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ হাওড়ায়
12 Aug 2023, 03:45 PM

রাতের অন্ধকারে বিদায়ী প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ হাওড়ায়

 

সুলেখা চক্রবর্তী, হাওড়া

 

পঞ্চায়েত বোর্ড গঠনের দিনেই রাতের অন্ধকারে বিদায়ী প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল একদল দুষ্কৃতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান থানা এলাকার বাক্সি হাট গ্রাম পঞ্চায়েতের কাজীবেড়িয়া মোড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বাক্সিহাট গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল। সেই বোর্ডে বিদায়ী প্রধান মোর্তজা আলীর অনুগামীরা বোর্ড পরিচালনা করার জন্য নিজেদের মতো করে বোর্ড সাজালেও পরবর্তী সময়ে তা পরিবর্তিত হয়। এবং বোর্ড গঠনের সময় মোর্তজা আলীর অনুগামীদের সঙ্গে তার বিরুদ্ধে গোষ্ঠীর বচসা হয়। তখনকার মতো বিষয়টি মিটে গেলেও শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ একদল দুষ্কৃতী এলাকার আলো নিভিয়ে দিয়ে মোর্তজা আলীর বাড়িতে চড়া হয়। ইট পাটকেল ছোঁড়ে। পরবর্তী সময়ে মোর্তজা আলীর বাড়ির পাশে দুটি বোমা দেখতে পায় এলাকার বাসিন্দারা। পুলিশে খবর দিলে পুলিশ এসে  সেগুলি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান দুষ্কৃতীরা বোমা নিয়ে এসেছিল। এই ঘটনায় ওই এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। অবরোধ করা হয় বাগনান- বাক্সি সড়ক। কাজিবেড়িয়া মোড় এবং মানকুর গ্যারেজে অবরোধ করা হয়। যদিও এই ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। মোর্তজা আলীর দাবী, তাকে রাজনীতি থেকে সরে যাওয়ার বার্তা দিতেই এই হামলা হয়েছে। ঘটনার জেরে আতঙ্কে রয়েছে মোর্তজা আলীর পরিবার।

Mailing List