নবম শ্রেণির ছাত্রের গোপনাঙ্গ কেটে নিয়ে চম্পট দিল চোর! মালদার ঘটনায় হতবাক পুলিশও

নবম শ্রেণির ছাত্রের গোপনাঙ্গ কেটে নিয়ে চম্পট দিল চোর! মালদার ঘটনায় হতবাক পুলিশও
নারায়ণ সরকার, মালদা
রাতের অন্ধকারে নবম শ্রেণীর ছাত্রের গোপনাঙ্গ কেটে নিয়ে পালালো দুষ্কৃতীরা। আহত ছাত্র চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে মালদা জেলার রতুয়া থানার সামসির তুষরক্ষা গ্রামে। আহত ছাত্রের নাম আসিফ আলি (১৫)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসিফ স্থানীয় বৈদ্যনাথ হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র। অন্যান্য দিনের মতো গতকাল রাতে খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঘুমাচ্ছিল। রাতে হঠাৎই চিৎকার শুনতে পান তার বাবা। তড়িঘড়ি ছুটে এসে দেখে ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বাড়ির উঠোনে। রয়েছে উলঙ্গ অবস্থায়। তারপরই তিনি দেখতে পান তার গোপনাঙ্গ কাটা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রতুয়া থানার পুলিশ। তড়িঘড়ি ওই স্কুল ছাত্রকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। অবস্থার অবনতি হলে রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওই স্কুল ছাত্রকে।
ছাত্রের বাবা রফিক আলি জানান, আমার ছেলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। তার কিছুক্ষণ পরেই চিৎকার শুনতে পাই। সেখানে গিয়ে দেখি ছেলের যৌনাঙ্গ কাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তার বাবা আরো জানান যে, আমার ছেলে জানায় দুইজন মুখ ঢাকা অবস্থায় রাতের অন্ধকারে এসে আমার যৌনাঙ্গ কেটে নিয়ে পালিয়ে যায়। তবে কাউকে চিনতে পারেনি আমার ছেলে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


