Medinipore একশ দিনের কাজের টাকা না মেলায় মেধাবী ছেলেকে বিজ্ঞান বিভাগে ভর্তি করতে পারেনি পরিবার, দিন মজুরের ছেলের পড়ার দায়িত্ব নিল প্রশাসন

Medinipore একশ দিনের কাজের টাকা না মেলায় মেধাবী ছেলেকে বিজ্ঞান বিভাগে ভর্তি করতে পারেনি পরিবার, দিন মজুরের ছেলের পড়ার দায়িত্ব নিল প্রশাসন
আনফোল্ড বাংলা প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর: একশ দিনের কাজের প্রকল্পে বকেয়া টাকা না মেলায় ৬৫৭ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করা কৃতি ছেলেকে বিজ্ঞান বিভাগে ভর্তি করতে পারেননি পেশায় দিন মজুর বাবা যাদব সাউ। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের নির্দেশে সবং এর বিডিও তুহিনশুভ্র মহান্তি তার পরিবারের সঙ্গে দেখা করে জানিয়ে দেন তাঁর ছেলের পড়ার সমস্ত খরচ বহন করবে ব্লক প্রশাসন। এতে খুশি কৃতি পড়ুয়া কৃষ্ণেন্দু সাউ, তার বাবা যাদব সাউ, মা রুমা সাউ। এদিনই মালপাড় বিবেকানন্দ শিক্ষা নিকেতনে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে কৃষ্ণেন্দু সাউ। আবেগে সে কেঁদে ফেলে। সকলকে প্রণাম জানায়। বৃহস্পতিবারই জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মেদিনীপুর থেকে ওই ছাত্রের বাবার সঙ্গে কথা বলেন। জানান, জেলা প্রশাসন তার পাশে রয়েছে। উচ্চ শিক্ষার জন্য সবরকমের সাহায্য ও সহযোগিতা সে পাবে। দলীয় কাজে পুরুলিয়ায় থাকা রাজ্যের মন্ত্রী ও সবং এর বিধায়ক ডাক্তার মানস ভূইঁয়ার (Manas Bhunia) নির্দেশে যাদব সাউ এর বাড়িতে বৃহস্পতিবার যান বিধায়ক প্রতিনিধি বাদল বেরা, কর্মাধক্ষ্য আবু কালাম বক্স। তাঁরা ছাত্রের হাতে ফুলের তোড়া, স্মারক, মিষ্টি তুলে দেন। ভর্তির জন্য ১০ হাজার টাকা তুলে দেন।
ভিডিও কলে ছাত্রকে শুভেচ্ছা জানান রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুইঁয়া। বাবাকে সান্ত্বনা দিয়ে তিনি জানান, তাঁর মতো দিন মজুরের দুঃখের কাহিনী তিনি জানেন। তাঁদের মতো লক্ষ লক্ষ শ্রমিকের ৭৮০০ কোটি টাকা কেটে রেখেছে কেন্দ্র সরকার। মুখ্যমন্ত্রী আন্দোলন করছেন। দলের সর্বোচ্চ নেতা অভিষেক ব্যানার্জি সাক্ষর সংগ্রহ কর্মসূচি নিয়েছেন। দিল্লি থেকে তাঁদের ন্যায্য পাওনার টাকা তিনি আদায় করে আনবেন। তিনি ওই ছাত্রের পরিবারকে আশ্বাস দেন যতদিন সে পড়বে তার পড়ার সমস্ত খরচ বহন করবেন তিনি ও তাঁর স্ত্রী প্রাক্তন বিধায়ক গীতারানি ভুইঁয়া। বিধায়ক ভাতার টাকায় তিনি বেশ কয়েকজন ছাত্রের পড়াশোনার খরচ বহন করেন। তাঁর বাবা প্রয়াত পুলিন বিহারি ভুইঁয়া বহু ছেলেমেয়েকে পড়াশোনার খরচ জুগিয়েছেন। তিনিও তা চালিয়ে যাবেন বলে রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া জানান।


