মালদহে কৃষককে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ, শোকের ছায়া এলাকায়

মালদহে কৃষককে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ, শোকের ছায়া এলাকায়
24 Jan 2023, 12:55 PM

মালদহে কৃষককে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ, শোকের ছায়া এলাকায়

 

নারায়ণ সরকার, মালদা

    

বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে পুকুর থেকে কৃষকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার সকালে। ঘটনাটি ঘটেছে মালদহের পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলের সাঞ্জাইল গ্রামে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম কৃষ্ণ রাজবংশী (৫৮), বাড়ির সংশ্লিষ্ট এলাকায়। পেশায় তিনি কৃষক।

     

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যে নাগাদ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি চায়ের দোকানে চা খেতে যান। সেখান থেকে আর রাতে বাড়ি ফেরেননি। মোবাইলের সুইচও বন্ধ দেখেন। তারপরই পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে রাত্রি দুটো নাগাদ তাঁরা জানতে পারেন যে মৃতদেহ পুকুরে ডুবে রয়েছে। এরপর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় মৃতদেহটিকে পুকুর থেকে উদ্ধার করে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় চোট ও রক্তের দাগও দেখতে পান।

খবর দেওয়া হয় মালদা থানায়। মালদা থানার পুলিশ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে কৃষকের মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে কি কারনে একজন সাদামাটা কৃষককে খুন হতে হল এ নিয়ে ধোঁয়াশায় রয়েছেন সকলেই।

 তবে পরিবারের দাবি, রাতের অন্ধকারে কেউ বা কারা প্রথমে বাঁশ দিয়ে আঘাত করে এবং তারপর গলা চেপে শ্বাসরোধ করে মেরে পুকুরের জলে ফেলে দেয়। অবিলম্বে খুনিদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছে পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের স্ত্রী কল্পনা রাজবংশী বলেন, কেউ না কেউ তো মেরেছে। নাহলে শরীরের চারদিকে আঘাতের চিহ্ন থাকবে কেন। শরীরে রক্তের দাগ থাকবে কেন? উনি ভালো মানুষ ছিলেন। তবু কারা ফেললো।

 

Mailing List