রাখিতে ঝড়েশ্বরের শিবমন্দিরে জল ঢালার ধুম হাওড়ায়

30 Aug 2023, 03:38 PM

রাখিতে ঝড়েশ্বরের শিবমন্দিরে জল ঢালার ধুম হাওড়ায়

 

সুলেখা চক্রবর্তী, হাওড়া

 

বুধবার রাখি পূর্ণিমার দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হাজারো রকম অনুষ্ঠানের দেখা মিলেছে। সরকারি উদ্যোগেও বিভিন্ন প্রান্তে রাখি উৎসব অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ভাইদের মঙ্গল কামনা করে শিবের মাথায় জল ঢালতে দেখা গিয়েছে হাওড়ার বাঙালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জোকা শিবতলায়। এদিন স্থানীয় জলেশ্বর শিবের মন্দিরে কয়েক হাজার বোন সকালে ভাইদের হাতে রাখি পরিয়ে উলুবেরিয়া কালিবাড়ি থেকে জল এনে শিবের মাথায় ঢেলে ভাইদের মঙ্গল কামনা করলেন যা এক কথায় রাখি পূর্ণিমার দিন ব্যতিক্রমী অনুষ্ঠান বলেই দাবি করছে ওয়াকিবহাল আর এই প্রথা চলে আসছে একটানা ১৪০ বছর ধরে।

জানা গিয়েছে, দামোদর নদের ধারে জোকা গ্রামটি দুই শতাধিক বছর আগে জঙ্গলাকীর্ণ ছিল। আর এই জঙ্গলের এক কোণে বসে জনৈক সাধু শিবের আরাধনা করতেন। পরবর্তী সময়ে বিষয়টি দেখতে পেয়ে এলাকার মানুষ সাধুকে গ্রামে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক হয় জনৈক নবীন কোলের সদরে থাকবেন ওই সাধু। কিন্তু খাবেন কি? এই প্রশ্ন যখন ঘুরপাক খেতে শুরু করল গ্রামের মানুষের মধ্যে তারা সাধুকে বিষয়টি জানায়। জানা গিয়েছে সেই সময় সাধু সরাসরি জানিয়ে দেয় ওই জায়গায় ঝড়েশ্বর শিবের প্রতিষ্ঠা করলে তবেই তিনি গ্রামে অন্য গ্রহণ করবেন। সেই মতো প্রাথমিকভাবে চাঁদা তুলে ঘরের চাল দিয়ে তৈরি হয়েছিল শিবের মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল জলে ঝড়েশ্বর শিব।

জানা গিয়েছে যে রাতে সাধু স্বপ্ন দেখেন সেই রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল এলাকায় মানুষের মঙ্গল কামনার জন্য শিবের কাছে ঝড় থেমে যাওয়ার আবেদন জানান। সাধু। তারপর ঝড় থেমে যায়। সেই থেকেই নাম হয়ে যায় ঝড়েশ্বর শিব। যা আজও উজ্জ্বল মহিমায় দাঁড়িয়ে রয়েছে দামোদরের তীরের জোকা গ্রামে। কি বছর হাজার অনুষ্ঠান হলেও রাখি পূর্ণিমার দিন ভাইদের মঙ্গল কামনায় শিবের মাথায় জল ঢালতে কসুর করেন নি বোনেরা।

Mailing List