মিঠুনের সামনেই গো-ব্যাক শ্লোগান, ঝান্ডার ডান্ডা দিয়ে ব্যাপক মার বিজেপির

মিঠুনের সামনেই গো-ব্যাক শ্লোগান, ঝান্ডার ডান্ডা দিয়ে ব্যাপক মার বিজেপির
আনফোল্ড বাংলা প্রতিবেদন: মিঠুন চক্রবর্তীর সঙ্গে তখন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। আর সেখানে বিজেপির ঝান্ডা নিয়েই হাজির এক যুবক। হঠাৎ শ্লোগান তুলতে শুরু করলেন, সুভাষ সরকার গো ব্যাক! যা শুনে হতচকিত সকলে। তারপরই বিজেপি সমর্থকরা ধরে ফেলে ওই যুবককে। ঝান্ডার ডান্ডা দিয়ে চলে বেধড়ক মার।
বুধবার দুর্লভপুর মোড়ে বিজেপির কর্মসূচীতে এমন ঘটনা।য় ঘটলো। ঘটনায় ব্যাপক বিড়ম্বনায় পড়েছে বিজেপি। স্থানীয় সূত্রে খবর, ওই যুবক নিধিরাপুরের বাসিন্দা দীপক চক্রবর্তী। কিন্তু কেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের উদ্দেশ্যে ‘গো-ব্যাক’ স্লোগান তুলল? সে প্রশ্নের কোনও উত্তর মেলেনি। একটি ভিডিও ভাইরালও হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বিজেপি কর্মীরা মারধর করতে করতে তাকে প্রশ্ন করতে থাকেন, বল তোকে কে পাঠিয়েছে? নিশ্চয় তৃণমূল পাঠিয়েছে। তবে ওই যুবক কোনও উত্তর দেয়নি। পরে বিজেপির অন্য কর্মীরাই অবশ্য ওই যুবককে সরিয়ে দেয়।
সুভাষবাবুরও অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের দিকে। তিনি বলেন, সম্ভবত তৃণমূলই ওই যুবককে মদ খাইয়ে এই সব করিয়েছে। সুভাষবাবুর পাশে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এসব তৃণমূলেরই কাজ। পাল্টা আক্রমণ করেছে তৃণমূলও। তৃণমূলের মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, "গো-ব্যাক স্লোগান দেওয়ার জন্য ষেভাবে ওই ষুবককে মন্ত্রীর সামনেই মারধর করা হয়েছে, তা মানুষ দেখেছেন। পঞ্চায়েতে তার জবাব দেবেন মানুষ।’’


