ইস্টবেঙ্গলের দিনে স্বস্তি রাতে অস্বস্তি, হতাশা ছাড়া প্রাপ্তি কিছু নেই

ইস্টবেঙ্গলের দিনে স্বস্তি রাতে অস্বস্তি, হতাশা ছাড়া প্রাপ্তি কিছু নেই
26 Jan 2023, 10:00 PM

ইস্টবেঙ্গলের দিনে স্বস্তি রাতে অস্বস্তি, হতাশা ছাড়া প্রাপ্তি কিছু নেই

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ইস্টবেঙ্গলের দিনে স্বস্তি রাতে ফের অস্বস্তি। শ্রী পঞ্চমীর সকালটা শুরু হয়েছিল ফিফার শাস্তির আওতা থেকে মুক্ত হওয়ার মধ্য দিয়ে। কিন্তু রাতে এফসি গোয়ার বিরুদ্ধে হার। ম্যাচে ফল ৪-২। ম্যাচের পর ম্যাচ লাল হলুদের হতাশা ছাড়া কিছু নেই।

বৃহস্পতিবার সকালে ইস্টবেঙ্গল ক্লাব এক বিবৃতিতে জানায়, 'ইমামি ইস্টবেঙ্গলের তরফে জানানো হচ্ছে যে ক্লাবের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা ফিফা তুলে নিয়েছে। ২৬ জানুয়ারি রাত ২টোয় ক্লাবকে এই সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়। এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ক্লাব আইএসএলের বাকি মরসুম ও আসন্ন সুপার কাপের জন্য নতুন খেলোয়াড়দের দলে নিতে পারবে।' তবে এই ব্যান যে উঠে যাবে তার ইঙ্গিত মিলেছিল বুধবারই। কালই ক্লাবের তরফে জানানো হয়, উমেদ সিংয়ের বকেয়া সংক্রান্ত ইস্যু মেটার পথে। কেননা তাঁর সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে। তবে এরপরও সমস্যা মিটে যাওয়া নিশ্চিত হয়নি। কেননা জানা গিয়েছিল, এরপর বিষয়টি নিয়ে ফিফার তরফে চিঠি যাবে উমেদের কাছে। তিনি অর্থ প্রাপ্তির কথা জানালে উঠে যাবে ব্যান। আর তিনি যদি ফিফাকে বলেন বকেয়া অর্থ পাননি, তবে ব্যান উঠবে না।

চলতি আইএসএলে একের পর এক ম্যাচে হতশ্রী পারফরম্যান্স করে চলেছে ইস্টবেঙ্গল। কোচ স্টিভন কনস্ট্যান্টাইনের আসন টলোমলো। ট্রান্সফার উইন্ডোর আর দিন কয়েক বাকি। তার মধ্যেই কিছু ফুটবলারকে সই করানোর ভাবনাচিন্তা রয়েছে। কলকাতায় এসেও খেলতে পারছেন না জেক জার্ভিস। তাঁকে সবার আগে সই করানো হবে। এ ছাড়া স্টিভন আরও ফুটবলারকে বেছে রেখেছেন বলে খবর। তাঁদেরকেও একে একে সই করানো হবে।

এদিকে মোহনবাগানের মিশন ওড়িশা।খাতায় কলমে এখনও চার নম্বরে রয়েছে দল। কিন্তু যেভাবে টানা পয়েন্ট হারাচ্ছে তাতে কোচ হুয়ান ফেরান্ডোর স্ট্রাটেজি নিয়ে বিরক্তি অব্যাহত। আগামী দু'টি ম্যাচে ঘরের মাঠে খেলবে এটিকে মোহনবাগান। শনিবার সবুজ-মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ ওড়িশা এফসি। তারপর ৫ ফেব্রুয়ারি বেঙ্গালুরু এফসি'র চ্যালেঞ্জ সামলাবে হুয়ান ফেরান্দো-ব্রিগেড।

Mailing List