দিল্লির ছায়া শিলিগুড়িতে, ডাম্পারের তলায় বাইক, হিচড়ে নিয়ে গেল ১ কিলোমিটার

দিল্লির ছায়া শিলিগুড়িতে, ডাম্পারের তলায় বাইক, হিচড়ে নিয়ে গেল ১ কিলোমিটার
06 Jan 2023, 01:08 PM

দিল্লির ছায়া শিলিগুড়িতে, ডাম্পারের তলায় বাইক, হিচড়ে নিয়ে গেল ১ কিলোমিটার

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: মর্মান্তিক বাইক দুর্ঘটনা ঘটলো শিলিগুড়িতে। বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির গোসাইপুরের শিবমন্দির সংলগ্ন এলাকায় একটি ডাম্পার এর সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। চালক সমেত বাইক ডাম্পারের ভিতরে আটকে যায়। আর সেই ভাবেই প্রায় এক কিলোমিটার ডাম্পার বাইক এবং চালককে ছেচড়ে  টেনে নিয়ে যায়। ভয়াবহ এই দুর্ঘটনা মনে করিয়ে দেয়, দিল্লির সুলতানপুরী এলাকার দুর্ঘটনাকে। সেখানেও ৩১ ডিসেম্বর রাতে ২০ বছরের অঞ্জলি সিং দিল্লির সুলতানপুরী এলাকায় স্কুটিতে করে যাচ্ছিলেন। সেই স্কুটির সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। তারপর সেই গাড়ির তলায় আটকে যান ওই তরুণী। আর ওই ভাবেই ১২ কিলোমিটার রাস্তা টেনে হিচড়ে নিয়ে যায় ওই গাড়িটি। তরুণীর মৃত্যু হয়। তরুণীর দেহ ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।

ঠিক সেই একই ঘটনার ছায়া এবার শিলিগুড়িতে। মৃত যুবকের নাম অনন্ত দাস। তিনি শাখার ব্যবসা করতেন। লোয়ার বাগডোগরা এলাকার বিজেপির বুথ সভাপতিও ছিলেন তিনি। রাত্রিবেলায় বাইকে করে গোসাইপুরে বাড়িতে ফিরছিলেন। ঠিক সেই সময়ে একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হতেই ডাম্পারের তলায় বাইক সমেত আটকে যান। আর সেই ভাবে এক কিলোমিটার ছেঁচড়ে নিয়ে যায় ডাম্পারটি। তারপর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের কাছে অনন্ত দাস পড়ে যান। ২ নম্বর গেটের কাছে গিয়ে বাইক থেকে আগুন লেগে যায় ডাম্পারে। চালক পালিয়ে যান। দমকলের দুটি ইঞ্জিন দিয়ে ডাম্পারের আগুন নেভায়।

Mailing List