বীরভূমে অনুব্রততেই এখনও আস্থা, তবে সংগঠন সামলাবেন মমতা, দায়িত্ব ফিরহাদ ও মলয়কে

বীরভূমে অনুব্রততেই এখনও আস্থা, তবে সংগঠন সামলাবেন মমতা, দায়িত্ব ফিরহাদ ও মলয়কে
আনফোল্ড বাংলা প্রতিবেদন: প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন, হিসবারক্ষক মণীশ কোঠারির সঙ্গে আপাতত তিনি তিহাড় জেলেই বন্দি। প্রায় সাত মাস হয়ে গেল বন্দিজীবন কাটাচ্ছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রতর বিপুল সম্পত্তির হদিশ পাওয়ার পরই তাঁকে গ্রেফতার করে ইডি। হাজার চেষ্টা করেও এখনও মেলেনি জামিন। সেই অনুব্রতয় আস্থা রাখল দল।
শুক্রবার কালীঘাটে বীরভূমের নেতাদের সঙ্গে বৈঠকে একদা নিজের বিশ্বস্ত সৈনিক অনুব্রত মণ্ডলের ওপরই আস্থা রাখলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অনুব্রত মণ্ডলের নামেই আরও একবার সিলমোহর দিল দল। ফলে জল্পনা থাকলেও এদিনও বীরভূম জেলা তৃণমূল সভাপতির পদে কোনও রদবদল করা হল না। তবে অনুব্রতহীন বীরভূমের সংগঠনের রাশ নিজের হাতেই রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে সেই সিদ্ধান্ত আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিলেন দলনেত্রী।
এছাড়া অনুব্রতর অনুপস্থিতিতে জেলার সংগঠন দেখভাল করবেন ফিরহাদ হাকিম, মলয় ঘটক এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী। জেলার নেতানেত্রীদের মধ্যে সমন্বয় রক্ষার দায়িত্ব পালন করবেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী। সঙ্গে জেলার কোনও বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সামনে কথা বলার দায়িত্বও একমাত্র বিকাশকেই দিয়েছেন দলনেত্রী। সূত্রের খবর, এদিনের বৈঠকে বীরভূমে দলের ভিতরের সমস্যা নিয়েও বিস্তারিত আলোচনা করেন নেত্রী। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে সবাইকে এককাট্টা হয়ে কাজ করার কড়া বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও ঝগড়াঝাটি তিনি বরদাস্ত করবেন না তাও এদিন সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সংবাদমাধ্যমের সামনে বেশি মুখ খোলার কারণে নানুরের তৃণমূল নেতা কাজল শেখকে সতর্ক করে দেন নেত্রী। তবে অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূমের পঞ্চায়েত ভোটে জেলার দলের আগের দাপট থাকবে কিনা তা নিয়ে দলের অন্দরেই রয়েছে প্রশ্ন। এখন দেখার দলনেত্রীর এদিনের টোটকার পর জেলার সংগঠনে পরিবর্তন হয় কিনা।


