বাংলা নববর্ষে স্বপ্ন, সৌভাগ্য আকাশ ছোঁবে এই রাশির

বাংলা নববর্ষে স্বপ্ন, সৌভাগ্য আকাশ ছোঁবে এই রাশির
11 Apr 2023, 05:45 PM

বাংলা নববর্ষে স্বপ্ন, সৌভাগ্য আকাশ ছোঁবে এই রাশির

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ এই সপ্তাহের শেষেই পালিত হবে পয়লা বৈশাখ। বাঙালির নিজস্ব পোশাক, খাওয়া-দাওয়া, সংস্কৃতির উদযাপন করা হয় এদিন। পয়লা বৈশাখের দিন বাঙালিরা যেন আরও একটু বেশি বাঙালি হয়ে উঠেন।
আগামী শনিবার ১৫ এ্রপ্রিল বাংলা পঞ্জিকা অনুসারে নতুন বছরের শুরু। তার আগের দিন চৈত্র সংক্রান্তিতে মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে গোচর করবে সূর্য। নতুন বছরে সৌভাগ্য তুঙ্গে থাকবে পাঁচ রাশির জাতকদের।
​মেষ রাশি​
১৪৩০ সালে সৌভাগ্যের শিখরে অবস্থান করবেন মেষ রাশির জাতকরা। আপনি মেষ রাশির জাতক হলে নতুন বাংলা বছরে নতুন বাড়ি বা গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে আপনার। এই সময় মেষ রাশির কোষ্ঠীর দ্বাদশ ঘরে অবস্থান করবে বৃহস্পতি। দেবগুরুর শুভ প্রভাবে উত্তরাধিকার সূত্রেও সম্পত্তি লাভ করতে পারেন এরা। বিশেষ মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত ভালো সময় চলবে আপনার।
​মিথুন রাশি​
নতুন বাড়ি বা ফ্ল্যাট এবং গাড়ি কেনার স্বপ্ন নতুন বাংলা বছরে পূরণ হতে পারে মিথুন রাশির জাতকদের। এতদিন কিছুটা আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল আপনাকে। সেই খারাপ সময় কেটে গিয়ে বাংলা নববর্ষে সৌভাগ্যের তারা ঝকমক করবে মিথুন রাশির জাতকদের জীবনে। মাঝামাঝি শনির শুভ দৃষ্টি থাকবে মিথুন রাশির জাতকদের উপর। তার ফলে মনের সব ইচ্ছে এই সময় পূরণ করতে পারবেন আপনি। কর্মক্ষেত্রেও এই সময় উন্নতির যোগ আছে, আশাতীত বেতন বৃদ্ধি হতে পারে।
​কন্যা রাশি​
বাংলা নববর্ষে কাজের প্রতি উত্‍সাহ ও উদ্যম বৃদ্ধি পাবে কন্যা রাশির জাতকদের। নিজেদের পরিশ্রম ও বুদ্ধির জোরে এই সময় বড় কোনও সাফল্য অর্জন করতে পারেন। বাবা বা মায়ের কাছ থেকে অর্থলাভ হতে পারে। কেরিয়ারেও উন্নতির যোগ আছে।
​তুলা রাশি​
১৪৩০ বঙ্গাব্দে বড় কোনও সাফল্য লাভ করতে পারেন তুলা রাশির জাতকরা। এই সময় নিজের স্থাবর সম্পত্তির পরিমাণ অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন আপনি। মে থেকে জুলাই মাস পর্যন্ত খুব ভালো সময় থাকবে আপনার। তুলা রাশির জাতক হলে এই সময় আপনার কাজ সবার প্রশংসা পাবে। কাজের সূত্রে বিদেশ সফরও হতে পারে এই সময়।
​বৃশ্চিক রাশি​
বিনিয়োগের জন্য পয়লা বৈশাখ থেকে খুব ভালো সময় পড়ছে বৃশ্চিক রাশির জাতকদের। বিশেষ করে আর্থিক ভাবে এই সময় প্রচুর লাভ করতে চলেছেন আপনি। নতুন বছরে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটবেন বৃশ্চিক রাশির জাতকরা। কর্মক্ষেত্রে ম্যানেজমেন্ট আপনার কাজে খুশি হবে। প্রেম জীবনও দারুণ কাটবে বৃশ্চিক রাশির জাতকদের।

Mailing List