অলিম্পিকে সোনাজয়ী কুস্তিগীর ব্রিজ ভূষণের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে

অলিম্পিকে সোনাজয়ী কুস্তিগীর ব্রিজ ভূষণের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: কুস্তি ফেডারেশনের নির্বাচন নিয়ে সরগরম দিল্লি। সোমবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সোমবার দিল্লির অলিম্পিক্স ভবনে গিয়ে মনোনয়ন জমা দেন সবাই।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে, সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে নিজের প্যানেল নিয়ে একপ্রস্থ আলোচনা করেন বিজেপি সাংসদ। ব্রিজ ভূষণ গোষ্ঠীর এক সূত্র জানিয়েছেন, ‘সঞ্জয় কুমার সিং আমাদের সভাপতি পদপ্রার্থী। দিল্লি কুস্তি সংস্থার প্রধান জয় প্রকাশকে রাখা হচ্ছে বিকল্প প্রার্থী হিসাবে।’
সেই সূত্র আরও জানিয়েছেন, ‘সঞ্জয়ের মনোনয়ন গৃহীত হলে চণ্ডীগড়ের দর্শন লাল বা জয় প্রকাশ সচিব পদে লড়বেন। অর্থ সচিব পদে আমাদের প্রার্থী সত্য পাল দেশওয়াল। সহ সভাপতি পদে লড়াইয়ে আছেন বাংলার কুস্তি সংস্থার প্রধান অসিত কুমার সাহা এবং গুজরাতের আইডি নানাবতী।’
১৫টি পদের জন্য ৩০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তাঁদের মধ্যে ১৮ জন কুস্তি সংস্থার বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের শিবিরের। বাকি ১২ জন বিরোধী শিবিরের। তালিকায় রয়েছেন ব্রিজভূষণের বিরুদ্ধে হেনস্থার মামলার অন্যতম মহিলা সাক্ষী।
একমাত্র মহিলা প্রার্থীর নাম অনিতা শেওরান। তিনি ওড়িশা কুস্তি সংস্থার প্রতিনিধি। ব্রিজভূষণের বিরুদ্ধে এক নাবালিকা-সহ ছয় মহিলা কুস্তিগির যে হেনস্থার অভিযোগ তুলেছেন সেই মামলায় সাক্ষী অনিতা। মনোনয়ন জমা দিতে গিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। ৩৮ বছর বয়সি অনিতা ২০১০ সালে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকও জিতেছিলেন। তিনিই প্রেসিডেন্টের পদে প্রতিদ্বন্দ্বিতা করা চার প্রার্থীর একজন এবং একমাত্র এই শীর্ষ পদের জন্য লড়াই করা একমাত্র মহিলা। তিনি যদি জেতেন, তাহলে ফেডারেশনকে নেতৃত্ব দেওয়া প্রথম মহিলা হবেন তিনিই।


