২ মিনিটেই হবে ঝকঝকে রান্নাঘর, উধাও হবে গন্ধ! রইল টিপস

27 Sep 2023, 05:00 PM
২ মিনিটেই হবে ঝকঝকে রান্নাঘর, উধাও হবে গন্ধ! রইল টিপস
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ রান্নাঘর রোজ পরিষ্কার করছেন। কিন্তু বাজে গন্ধ ছড়িয়ে পড়ছে তার পরেও। জেনে নিন কী কী ব্যবহার করলে রান্নাঘরে থাকবে সুগন্ধ?
* প্রথমেই রান্নাঘরের কোথাও একটি বাটিতে বেকিং সোডা বা ভিনিগার (Viniger) ভরে রেখে দিন। দেখবেন বাজে গন্ধ শুষে নিয়েছে।
* জলের সঙ্গে সামান্য বেকিং সোডা (Baking soda)মিশিয়ে রান্নাঘর পরিষ্কার করুন। রান্না করার ওভেন থেকে শুরু করে মেঝে পর্যন্ত, মনে করে বেকিং সোডা ব্যবহার করবেন। গন্ধ একদম থাকবেই না।
* রান্নাঘরে ভ্যাপসা গন্ধ জমে গেলে লেবুর বা কমলার খোসা জলে ফেলে জ্বাল দিন। তার সঙ্গে যোগ করুন কয়েক টুকরো দারচিনি। ফুটে উঠলেই দেখবেন দারুন গন্ধ ছড়াচ্ছে।


