২১ হাজার শিক্ষক পদে অবৈধ নিয়োগ! বিচারপতি সাফ জানালেন, অপরাধে যুক্ত কাউকে রেয়াত করা হবে না

২১ হাজার শিক্ষক পদে অবৈধ নিয়োগ! বিচারপতি সাফ জানালেন, অপরাধে যুক্ত কাউকে রেয়াত করা হবে না
05 Dec 2022, 03:10 PM

২১ হাজার শিক্ষক পদে অবৈধ নিয়োগ! বিচারপতি সাফ জানালেন, অপরাধে যুক্ত কাউকে রেয়াত করা হবে না

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: নিয়োগ দুর্নীতি মামলা যতই এগোচ্ছে, ততই নতুন নতুন দুর্নীতির অভিযোগ সামনে আসছে। সোমবার এই মামলায় আরও বিস্ফোরক অভিযোগ করল সিবিআই। তাঁদের দাবি, মূল মেধাতালিকা ওয়েটিং লিস্ট, সর্বত্র দুর্নীতিতে ভরা।এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীন এদিন আদালতে এমনই দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আর সিবিআইয়ের দাবি শুনে বিচারপতি সাফ জানিয়ে দিলেন, অপরাধে যুক্ত কাউকে রেয়াত করা হবে না, শাস্তি হবেই। গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুর্নীতি সংক্রান্ত এক মামলায় সিবিআইয়ের সিটের প্রধান অশ্বিন সাঙ্গভিকে এদিন আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। শুনানিতে এসে অশ্বিন জানান, এখনও পর্যন্ত প্রায় ২১ হাজার পদের নিয়োগে দুর্নীতি হয়েছে। তাঁর দাবি, ওই ২১ হাজারের মধ্যে ৯ হাজারের বেশি উত্তরপত্র বা ওএমআর শিট বিকৃত করা হয়েছে। আদালতে সিট প্রধান আরও জানান, উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া এসএসসি-র হার্ড ডিস্ক গোটা তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে। তিনি বলেন,  প্রথমে ভাবা হয়েছিল মেধাতালিকায় গোলমাল পাকানো হয়েছে। কিন্তু পরে দেখা যায় দুর্নীতি অনেক গভীরে। এই সব নথি এসএসসি-কে দেখানো হয়েছে বলেও সিবিআইয়ের তরফে দাবি করা হয়।

সিট প্রধানের চাঞ্চল্যকর দাবি শুনে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, দুর্নীতিতে যুক্ত আছে এমন কাউকে ছেড়ে কথা বলা হবে না। তদন্ত চালিয়ে যান, আপনাদের যা সাহায্য লাগবে আদালতে এসে জানাবেন। আদালত সব রকম সাহায্য করতে তৈরি। এই দুর্নীতির শেষ দেখা দরকার। যারা এই দুর্নীতিতে যুক্ত তাঁদের কাউকে ছাড়া হবে না। এরপর কমিশনকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, জল থেকে কাদা সরিয়ে জলকে স্বচ্ছ করুন। তিনি আরও বলেন, যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়ে এখন এই মামলার ফলাফলের আশায় বসে রয়েছেন।

Mailing List