৪০০ টাকার মুরগি কিনতে হলে দিতে হবে ১০০ টাকা ট্যাক্স! বাংলাদেশের লক্ষ্মীপুর পুরসভায় শোরগোল

৪০০ টাকার মুরগি কিনতে হলে দিতে হবে ১০০ টাকা ট্যাক্স! বাংলাদেশের লক্ষ্মীপুর পুরসভায় শোরগোল
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ৪০০ টাকার মুরগি কিনতে হলে কর দিতে হবে ১০০ টাকা! অর্থাৎ ৪০০ টাকার মুরগির দাম পড়বে ৫০০ টাকা! পুরসভার এমন সিদ্ধান্তে মাথায় হাত ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের অভিযোগ, এমন ঘটনা ঘটলে পুর এলাকায় কেউ তো আর মুরগিই কিনতে আসবেন না। চলে যাবেন অন্য বাজারে। সেক্ষেত্রে বিপাকে পড়তে হবে ব্যবসায়ীদের। তাই এই সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার হয়েছেন ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের লক্ষ্মীপুর পুরসভায়।
সূত্রের খবর, এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের সঙ্গে একবার বৈঠক হলেও সমাধান সূত্র মেলেনি। ব্যবসায়ীদের দাবি, অবিলম্বে কর কমাতে হবে। নতুন বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। পৌর কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শীঘ্রই পদক্ষেপ করা হবে।
কয়েকজন মোরগ ব্যবসায়ী বলেন, লক্ষ্মীপুর পৌরসভায় মুরগি বিক্রির শতাধিক দোকান আছে। এর মধ্যে মাংস বাজারে আছে ১৮টি দোকান। গত শনিবার মাংস বাজারের মোরগ মার্কেটে পৌরসভার খাজনা আদায়কারী মনিরুজ্জামান পাটোয়ারীর লোকজন নতুন খাজনা আদায়ের তালিকা ঝুলিয়ে দেন। সেখানে মুরগি কেনাবেচাতে ২৫ শতাংশ খাজনা নির্ধারণ দেখেই ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা।
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া সাংবাদিকদের জানান, সরকারি নিয়ম অনুযায়ী খাজনা আদায়ের জন্য ইজারাদারকে বলা হয়েছে। বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গেও কথা হয়েছে। খাজনা যাতে উপযুক্ত নেওয়া হয় সেটি দেখা হবে।


