দেখলে মনে হবে কাদা তোলা হচ্ছে, হুগলির পিচের রাস্তার আসল ঘটনা জানলে চমকে যাবেন

দেখলে মনে হবে কাদা তোলা হচ্ছে, হুগলির পিচের রাস্তার আসল ঘটনা জানলে চমকে যাবেন
আনফোল্ড বাংলা প্রতিবেদন: কিছুদিন আগেই রাস্তা ঠিক করা হয়েছে। রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ার পরেই খানাখন্দে ভরা রাস্তা আগের তুলনায় চলাচলের উপযোগী হয়েছে। রাস্তার উপরে পিচের চাদর পাতা হয়েছে। দেখতে ঝকঝক করছে পিচের রাস্তা। ওই পিচের রাস্তার উপর দিয়ে নিয়মিত গাড়ি চলছে। এবার হঠাৎই দেখা গেল হাত দিয়ে একটু টান দিলেই পিচ উঠে চলে আসছে। আশ্চর্য হয়ে যাচ্ছেন মানুষ।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, ওই রাস্তা একেবারে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে বলেই হাত দিলেই পিচ উঠে চলে আসছে। খুব বেশিদিন হয়নি। মাত্র দুই বছর হলো রাস্তাটির সংস্কার হয়েছে। আর তার মধ্যেই রাস্তা থেকে খাবলা খাবলা করে পিচ উঠে যাচ্ছে। ঘটনাটি শ্রীরামপুর চন্ডীতলা রোডের শ্রীরামপুর পিয়ারাপুরের বেলু মিল্কি এলাকার ঘটনা। শ্রীরামপুর পিয়ারাপুর থেকে বড়া বারুইপাড়া হয়ে চন্ডিতলা যাওয়ার রাস্তা কমবেশি বছর দুই আগে সংস্কারের কাজ শুরু করা হয়। তারপরেই এদিন দেখা গেল এই পরিস্থিতি।বেলু মিল্কি এলাকার মানুষ দেখতে পান হাত দিয়ে টানলেই রাস্তা থেকে পিচ খাবলা ধরে উঠে আসছে।আর এরপরই এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
বিজেপির শ্রীরামপুর মন্ডল ১এর সহ সভাপতি বলেন, গত কয়েকদিন ধরে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। এই রাস্তা ২৬ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল। সেই রাস্তা ভেঙ্গেচুরে গিয়েছে। এখন দেখা যাচ্ছে, হাত দিয়ে টান দিলে পিচ হাতে চলে আসছে। পিচের রাস্তা ঝুরো হয়ে গেছে। যেখানে চিপিং করার কথা ছিল সেগুলো প্লেন করে রাখা হয়েছে। এর ফলে দুর্ঘটনা বাড়ার সম্ভাবনা রয়েছে। আমরা চাই রাস্তা ভালো মানের তৈরি করা হোক। মানুষের জন্য রাস্তা হোক। এই প্রসঙ্গে শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল জেলা সভাপতি বলেন, খুব ব্যস্ত রাস্তা। গাড়ি যাতায়াত করে সব সময়। রাস্তাটিকে অন্তত তৈরি হওয়ার পর একটু বিশ্রাম দেওয়া দরকার ছিল। তা না করে বিজেপির কয়েকজন আজ ওখানে এইসব করে প্রতিবাদ করছে।


