দুইয়ের বেশি সন্তান হলেই পড়তে হবে বিপাকে, কী হতে পারে, বলে দিলেন বিজেপি নেতা

দুইয়ের বেশি সন্তান হলেই পড়তে হবে বিপাকে, কী হতে পারে, বলে দিলেন বিজেপি নেতা
01 Apr 2023, 08:35 PM

দুইয়ের বেশি সন্তান হলেই পড়তে হবে বিপাকে, কী হতে পারে, বলে দিলেন বিজেপি নেতা

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: হিন্দু রাষ্ট্র ভারতে যাঁদের দুটি সন্তান থাকবে শুধু তাঁদেরই ভোটাধিকার থাকবে। রামনবমীর মিছিল থেকে এমনই ফতোয়া দিলেন তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং। রাজা সিংয়ের ফতোয়া সামনে আসতেই দেশজুড়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনার পরই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে হায়দরাবাদে। বিজেপি অবশ্য আগেই মুম্বইয়েরর একটি সভায় হেটস্পিচের অভিযোগে টি রাজা সিংকে সাসপেন্ড করেছিল।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার হাতিতে চেপে রামনবমীর মিছিলে যোগ দিয়েছিলেন সাসপেন্ডেড বিজেপি বিধায়ক রাজা সিং। রাত ন’টা নাগাদ এসএ বাজার এলাকায় পৌঁছায় সেই মিছিল। সেখানে হিন্দিতে ভাষণ দেন টি রাজা সিং। সেখানেই সংখ্যালঘুদের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে। নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মী পুরো ভাষণটি রেকর্ড করেন। সেই রেকর্ডিং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেন তিনি। তারপরই সাসপেন্ডেড বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

ওই সভায় বিজেপি বিধায়ক বলেন, ভারত যদি হিন্দু রাষ্ট্র হয়ে যায় তাহলে এ দেশে যাঁদের দুইয়ের বেশি সন্তান থাকবে তাঁদের আর ভোটাধিকার থাকবে না। যারা মনে করেন আমরা পাঁচ আর আমাদের ৫০ সন্তান হবে, তাঁরা আর ভোট দিতে পারবেন না। রাজা সিং আরও জানিয়েছেন, হিন্দু রাষ্ট্র হলে কেমন হবে, তার ব্লুপ্রিন্ট তৈরির কাজ শুরু করে দিয়েছেন আমাদের ধর্মগুরুরা। হিন্দুরাষ্ট্র ভারতের রাজধানী দিল্লি হবে না, হবে কাশী, মথুরা অথবা অযোধ্যা। তিনি আরও একধাপ এগিয়ে জানিয়েছেন, ভারত হিন্দুরাষ্ট্র হলে সেখানে কৃষকদের কোনও কর দিতে হবে না। দেশে কঠোর ভাবে নিষিদ্ধ হবে গোহত্যা।

Mailing List