জ্বর-সর্দি হলেই কি মুড়ি-মুড়কির মতো অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? ডেকে আনছেন বিপদ!

জ্বর-সর্দি হলেই কি মুড়ি-মুড়কির মতো অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? ডেকে আনছেন বিপদ!
29 Mar 2023, 11:23 AM

জ্বর-সর্দি হলেই কি মুড়ি-মুড়কির মতো অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? ডেকে আনছেন বিপদ!

আনফোল্ড বাংলা প্রতিবেদন: কোভিডের পর সামান্য কিছু হলেই এখন অ্যান্টিবায়োটিকের দিকে ঝুঁকছি আমরা। যা আসলে সবথেকে সাধারণ অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করতে এবং তা ধ্বংস করতেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। অতিরিক্ত পরিমাণে অ্যান্টিবায়োটিক খেলে স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যা দেখা দেয়।

কী কী সমস্যা দেখা দিতে পারে?

অন্ত্রের সমস্যা: কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, যা অন্ত্রের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এমনকী হজমে সহায়তার পাশাপাশি ইমিউনিটিও বজায় রাখতে সহায়ক। এই ব্যাকটেরিয়াগুলিই ‘গাট ফ্লোরা’ নামে পরিচিত। অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খেলে সেই ভারসাম্যে ব্যাঘাত ঘটে। এর পাশাপাশি ব্যাকটেরিয়ার সঠিক অনুপাতও নষ্ট করে। এতে নানা রকম স্বাস্থ্যজনিত সমস্যা তৈরি হয়।

ডায়রিয়া: সাধারণ জ্বর, ঠান্ডা লাগা, সর্দি সারানোর জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। তবে এর জেরে কিছু কিছু সময়ে অবাঞ্ছিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। শিশুদের সর্দি-কাশির জন্য যেসব অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, সেগুলি সি. ডিফ নামে পরিচিত ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক-রেজিস্ট্যান্ট স্ট্রেনের প্রতি বেশি সংবেদনশীল। আর এই ব্যাকটেরিয়া অন্ত্রে পাওয়া যায় এবং ডায়েরিয়ার মূল কারণ এগুলি।

ফাঙ্গাল সংক্রমণ: ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে অ্যান্টিবায়োটিক। এমনকী কখনও কখনও ভাল ব্যাকটেরিয়াও মেরে ফেলে অ্যান্টিবায়োটিক। ফলে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খেলে শরীরের কিছু অংশে ফাঙ্গাল সংক্রমণ হয়।

অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কী কী মাথায় রাখা উচিত?

সমস্ত সমস্যার জন্য অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন নেই। যেমন - মৃদু ঠান্ডা লাগা, সর্দি-কাশি অথবা জ্বর, যা মোটামুটি ১ থেকে ২ দিন স্থায়ী হয়, তার জন্য অ্যান্টিবায়োটিক লাগে না। খুব প্রয়োজন নাহলে খাওয়ার দরকারই নেই। সাধারণ ডায়েরিয়া, পেট খারাপের জন্য অ্যান্টিবায়োটিক খেলে চলবে না। ডেঙ্গিও কিন্তু ভাইরাসঘটিত সংক্রমণ। যার জন্য অ্যান্টিবায়োটিক লাগে না। প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খান ডক্টরের পরামর্শ মেনে।

 

Mailing List