কাটমানি না দিলে ওয়ার্ক অর্ডার মিলবে না! তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ ঝাড়গ্রামে

কাটমানি না দিলে ওয়ার্ক অর্ডার মিলবে না! তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ ঝাড়গ্রামে
28 Jan 2023, 12:30 PM

কাটমানি না দিলে ওয়ার্ক অর্ডার মিলবে না! তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ ঝাড়গ্রামে

 

অর্ণব দাস, ঝাড়গ্রাম

 

আবারও প্রশ্নের মুখে তৃণমূল। টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলো অঞ্চল প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার দহিজুড়ি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দহিজুড়ি এলাকার উন্নয়নের কাজের জন্য ৫৬ লক্ষ টাকার একটি টেন্ডার ইস্যু হয়। কিন্তু টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেও ওয়ার্কঅর্ডার দেননি অঞ্চল প্রধান। কারণ একটাই, এই টেন্ডার পাস করানোর জন্য যে কাটমানি চেয়েছিলেন অঞ্চল প্রধান তা মেলেনি। তাই টেন্ডার পাস হলেও ওয়ার্কঅর্ডার দেওয়া হয়নি। আর কাটমানি চাওয়ার ভিডিও ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়। দিন কয়েক আগে এই ছবি প্রকাশ্যে আসতেই দহিজুড়ি অঞ্চল অফিসের বাইরের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন ঠিকাদাররা। কিন্তু এই সবই বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেন ওই তৃণমূল নেত্রী তথা অঞ্চল প্রধান ফাল্গুনী দে। তিনি জানান, "এলাকার ঠিকাদাররা টাকা নেওয়ার যে ভিডিওটি ভাইরাল করেছেন সেটা আমার ধারের পাওনা টাকাও হতে পারে।" কিন্তু এই বিষয় নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন স্থানীয় বিজেপি জেলা সভাপতি তুফান মাহাত। বিজেপির দাবি, "অঞ্চল প্রধান যে কাটমানি চাইছেন, সেই ভিডিও গোপনে ক্যামেরাবন্দি করেছেন ঠিকাদারদেরই কেউ। তাঁরাই ভিডিওটি ভাইরাল করেছেন। তাই গোপন বিষয়টি আবার প্রকাশ্যে আসে।"

এ বিষয়ে ঝাড়গ্রাম জেলাশাসক সুনীল আগারওয়াল ফোনে জানান, "ঠিকাদাররা যে অভিযোগ করেছিল তার পরিপ্রেক্ষিতে আমি অঞ্চল প্রধান কে জানিয়েছি। যে সমস্ত টেন্ডার ওয়ার্ক অর্ডারের জন্য কাজ এখনো আটকে রয়েছে সেগুলো তদন্ত করে ওয়ার্কঅর্ডার দেওয়ার কথা বলেছি। তবে টাকা নেওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত কোনও অভিযোগ আমার কাছে আসেনি, অভিযোগ এলে তদন্ত শুরু করব।"

Mailing List