আপনি যদি অলস ব্যক্তি হন তাহলে জিতে নিতেই পারেন দারুণ পুরষ্কার

আপনি যদি অলস ব্যক্তি হন তাহলে জিতে নিতেই পারেন দারুণ পুরষ্কার
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ ঠিক পড়ছেন! তবে এই খবরটি আমাদের দেশে নয়। এটি মন্টিনিগ্রোতে। একটা বড়ো মাঠে গাছের ছায়ায় একের পর এক বিছানা বিছানো রয়েছে। আর সেখানে কেউ শুয়ে আছে, কেউ চোখ বন্ধ করে আছে আবার কেউ কেউ ঘুমে আচ্ছন্ন। এদের দেখে কে বলবে এরা কোনো প্রতিযোগিতায় অংশ নিয়েছে? তবে এটিই বাস্তবে হয়েছে।
সবাই সেখানে লড়ছে লেজিয়েস্ট পারসন অব মন্টিনিগ্রো খেতাব বিজয়ী হতে। নিজের গুণের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে প্রতিযোগিতায় বিজয়ী হতে চান অনেকেই। আর বিজয়ীর প্রথম শর্ত হলো অলসতা ত্যাগ করে পরিশ্রম করা। তবে ইউরোপীয় বলাকান রাষ্ট্র মন্টিনিগ্রোতে অলসতা প্রদর্শন করার জন্যই অদ্ভুত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
দেশের সেরা অলসের জন্য পুরস্কার হিসেবে থাকছে ৩৫০ ডলার, যা প্রায় ৩০ হাজার টাকার মতো। আর লেজিয়েস্ট পারসন অব মন্টিনিগ্রো খেতাব। লেটেস্ট ভার্সন অফ মন্টিনিগ্রো শিরোনামে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছেন পাঁচ প্রতিযোগী। শেষ পর্বে লড়াই হিসেবে তাদের শুয়ে থাকতে হবে অন্য চারজনের উঠে পড়ার আগ পর্যন্ত।
শুধুমাত্র প্রাকৃতিক কর্ম সারার জন্যই প্রতিযোগিরা বিছানা ছেড়ে উঠতে পারবেন।


