পায়ের তলার এই চিহ্ন থাকলে জীবনে থাকবে প্রচুর ধন-সম্পদ, খ্যাতি

12 Jan 2023, 04:15 PM
পায়ের তলার এই চিহ্ন থাকলে জীবনে থাকবে প্রচুর ধন-সম্পদ, খ্যাতি
আনফোল্ড বাংলা প্রতিবেদন: হাত ও পায়ের তালুতে সম্পদ এবং ক্ষমতা রয়েছে এমনটা বলা হয়। জ্যোতিষ মতে, পায়ের তলা থেকেও একজন ব্যক্তির ভ্রমণ সম্পর্কে জানা যায়। আপনি কি জানেন শরীরের এই স্থানগুলিতে দাগ অনেক কিছু বর্ণনা করে। পায়ের তলার কিছু প্রতীক এক্ষেত্রে বিশেষ।
- যাদের পায়ের তলা লম্বা ধরনের, তাদের বুদ্ধি একটু কম। তারা অলস হওয়া সত্ত্বেও জীবনে সাফল্য অর্জন করে। কোনও ব্যক্তির পায়ের তলা যদি অত্যাধিক ছোট হয়, তারা বেশ মানসিক দুশ্চিন্তায় থাকে। এই ধরনের লোকেরা কঠোর সংগ্রামের পরেই জীবনে উন্নতি লাভ করে। পায়ের আকার স্বাভাবিক হলে পায়ের আঙুল দেখতে হয়। বুড়ো আঙুলের রেখা যদি পায়ের পাতার কাছে ভাল থাকে, তাহলে শুভ।
- কথিত আছে যে পায়ের পাতার রং হালকা গোলাপী এবং পরিষ্কার হলে মানুষ সব সময় সুস্থ থাকে। এরা অত্যন্ত ধনী এবং সমৃদ্ধ হয়। পায়ের পাতার রং যদি হলদে হয়, তাহলে সে ব্যক্তিকে খারাপ দাম্পত্য জীবনের সম্মুখীন হতে হয়। জীবনসঙ্গীর সঙ্গে সব সময়ই মতভেদ থাকে।
- যদি সরলরেখা বুড়ো আঙুল থেকে তলদেশে চলে যায় তবে সে ব্যক্তি অত্যন্ত বুদ্ধিমান হয়। পায়ের তলায় যত কম রেখা থাকবে, সে ব্যক্তি তত বেশি ভাগ্যবান। এই রেখার নেটওয়ার্ক থাকলে জীবিকার জন্য ব্যক্তিকে অনেক ঘোরাঘুরি করতে হয়।
- পায়ের তলদেশে শঙ্খ বা চক্র থাকাটা খুবই বিরল এবং এটি শুধুমাত্র মহাপুরুষদের পায়েই পাওয়া যায়। এই ধরনের লোকেরা জীবনে অনেক সাফল্য অর্জন করে।


