পৌষমেলার মাঠ নিয়ে আপত্তি থাকলে তা হলফনামা দিয়ে জানাতে হবে, বিশ্বভারতীকে নির্দেশ হাইকোর্টের

পৌষমেলার মাঠ নিয়ে আপত্তি থাকলে তা হলফনামা দিয়ে জানাতে হবে, বিশ্বভারতীকে নির্দেশ হাইকোর্টের
29 Nov 2022, 11:40 PM

পৌষমেলার মাঠ নিয়ে আপত্তি থাকলে তা হলফনামা দিয়ে জানাতে হবে, বিশ্বভারতীকে নির্দেশ হাইকোর্টের

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: পৌষমেলার জন্য মাঠ ছাড়তে আপত্তি কেন? কোথায় সমস্যা? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তা হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেদিনই মামলার পরবর্তী শুনানি হবে।

গোটা বছরে বিশ্বভারতীতে মূলত দুটি বড় উৎসব হয়। একটি পৌষমেলা আর অন্যটি বসন্ত উৎসব। করোনার কারণে টানা দু বছর বন্ধ ছিল পৌষমেলা। এবছর কী হবে, তা নিয়ে সবার মনেই প্রশ্ন ছিল। পৌষমেলা আয়োজনের ইচ্ছেও প্রকাশ করেছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এমনকী, রাজ্য সরকারের সহযোগিতা চেয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠিও লিখেছিলেন। এরই মধ্যে পৌষমেলায় পরিবেশ দূষণ হচ্ছে, এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন এক ব্যক্তি। তিনি শান্তিনিকেতনের বাসিন্দা। মঙ্গলবার আদালতে বিশ্বভারতী জানায়, গত কয়েক বছর শর্তসাপেক্ষে পৌষমেলার অনুমতি দিয়েছিল পরিবেশ আদালত। কিন্তু স্থানীয় ব্যবসায়ী ও আরও যাঁরা মেলার সঙ্গে যুক্ত তাঁরা কেউই তাঁদের বেধে দেওয়া শর্ত মানতে আগ্রহী নয়। যার ফলে পরিবেশ আদালতে বেকায়দায় পড়তে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।সেই ঘটনাকে মাথায় রেখে এবার পৌষমেলার জন্য মাঠ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

তাহলে এবার পৌষমেলার ভবিষ্যত কী? হাইকোর্টে শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ আর্জি জানিয়ে বলেছে,  বিশ্বভারতীর আপত্তি থাকলে পৌষমেলা হবে না। কিন্তু জেলার আর্থ-সামাজিক উন্নয়নের জন্য মেলা করাই যায়। প্রয়োজনে সব পক্ষকে নিয়ে আলোচনা করে একটা মেলা কীভাবে করা যায়, আদালতই সে রাস্তা বের করুক। ফলে পৌষমেলা নিয়ে বল এখন আদালতের কোটে।

Mailing List