মাধ্যমিকের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র ঘিরে বিতর্ক হলেই ব্যবস্থা, বাড়ানো হচ্ছে ছাত্রপিছু খরচও

মাধ্যমিকের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র ঘিরে বিতর্ক হলেই ব্যবস্থা, বাড়ানো হচ্ছে ছাত্রপিছু খরচও
01 Oct 2023, 06:42 PM

মাধ্যমিকের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র ঘিরে বিতর্ক হলেই ব্যবস্থা, বাড়ানো হচ্ছে ছাত্রপিছু খরচও

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: মাধ্যমিকের আসন্ন টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র ঘিরে যাতে কোনও বিতর্ক সৃষ্টি না হয়, তাই আগেভাগেই পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ। টেস্ট পরীক্ষায় এমন কোনও প্রশ্ন দেওয়া যাবেনা যাতে বোর্ডের বা রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। স্কুলগুলিকে এই মর্মে সতর্ক করে চিঠি পাঠানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে।

পর্ষদের দেওয়া চিঠিতে স্কুল গুলোকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে নির্ধারিত সিলেবাসের বাইরে প্রশ্ন করা যাবে না। অন্যথা হলেই স্কুলের প্রধান শিক্ষককে কৈফিয়ৎ দিতে হবে। পাশাপাশি বাইরের কোনও সংস্থার সহযোগিতা নিয়ে কোনও পরীক্ষা নেওয়া যাবেনা। পর্ষদের নির্দেশিকা মেনেই পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা শেষ হলে প্রশ্নপত্র পর্ষদের ইমেইল আইডিতে পাঠাতে বলা হয়েছে।

পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যাতে কোনপ্রকার বিতর্ক না তৈরি হয় তাই আগেভাগেই ব্যবস্থা নিচ্ছে পর্ষদ। উল্লেখ্য, চলতি বছর মাধ্যমিক পরীক্ষার জন্য খরচও বাড়াতে চলেছে বোর্ড। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্র পিছু ১০ টাকা করে স্কুলগুলিকে দেবে মধ্যশিক্ষা পর্ষদ।

Mailing List