ভারত বিশ্বকাপে জিতলে নগ্ন হয়ে দেশের সমুদ্রসৈকতে ছুটবেন, প্রতিশ্রুতি অভিনেত্রীর

18 Nov 2023, 08:00 PM

ভারত বিশ্বকাপে জিতলে নগ্ন হয়ে দেশের সমুদ্রসৈকতে ছুটবেন, প্রতিশ্রুতি অভিনেত্রীর

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ভারত। সেই ২০১১ সালের পর আর কোনওবারই দেশের ভাগ্যে শিকে ছেঁড়েনি। কিন্তু এবার ধুন্ধুমার লড়াইয়ে সব দলকে কার্যত দুরমুশ করেই লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেমির লড়াইয়েও রোখা যায়নি তাদের। যার ফলে আরও একবার ট্রফি উঠতে চলেছে মেন ইন ব্লু-র হাতে, সব মিলিয়ে এই আশাই আবার জ্বলজ্বল করে উঠেছে দেশবাসীর মনে। সেই আবেগ থেকেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন দেশের এই অভিনেত্রী। ফাইনালের আগে খোলাখুলি প্রতিশ্রুতি দিয়েছেন, ভারত বিশ্বকাপ (World Cup)জিতলে সর্বসমক্ষেই নগ্ন হবেন তিনি।

জনপ্রিয় খেলা মানেই ভরপুর আবেগ। আর সেটা যদি হয় বিশ্বকাপের মতো কোনও আন্তর্জাতিক মঞ্চ, তাহলে তো আর কথাই নেই। সেখানে নিজের দেশকে দেখলে বাড়তি অ্যাড্রিনালিনের চাপ অনুভব করে বোধহয় সকলেই। আর সেই আবেগের বশেই বিশ্বকাপের মরশুমে নানারকম ঘোষণা করে বসেন অনেকে। এর আগে ফুটবল বিশ্বকাপের সময়েও একাধিক বার এহেন প্রতিশ্রুতি দিয়েছিলেন কোনও কোনও তরুণী। যেমন প্যারাগুয়ের সুন্দরী মডেল লারিসা রিকল্‌মে ঘোষণা করেছিলেন, নিজের দল কাপ পেলে নগ্ন হয়ে প্রকাশ্যে আসবেন তিনি। এবার নতুন সংযোজন তেলুগু অভিনেত্রী রেখা বোজ (Rekha Boaz)। ভারত ফাইনালে উঠে গিয়েছে, এই আনন্দেই আত্মহারা হয়ে তিনি ঘোষণা করে বসেছেন, শেষ হার্ডলটি যদি পেরিয়ে ফেলতে পারেন রোহিতরা, অর্থাৎ শেষ পর্যন্ত ট্রফি যদি ভারতের হাতেই ওঠে, তাহলে নগ্ন হয়ে ভাইজাগ বিচে ছুটতেও রাজি তিনি।

Mailing List