ধরো, যদি মরে যাই / কবিতা

05 Nov 2023, 02:00 PM
ধরো, যদি মরে যাই / কবিতা
সুমন ঘোষ
ধরো, আমি যদি মরে যাই
কী এসে যায় তাতে
বাংলা এখন অন্য জগৎ
মরবে না দুধে ভাতে
কীর্তি জেনেও বলি কথা
ছোট্ট পোস্ট কার্ডে
কেউ আবার মনে করে
পড়ছিল বুঝি ফাঁদে
ফেবু স্টেটাস দেখে লুকোবে
ভোলার চেষ্টা নয়
কেন এটা হঠাৎ এলো
বিরক্ত জীবনময়
সম্পর্ক থাকতেই পারে
মরুক বাঁচুক তাতে কী
খুশিটুকু যদি ছাড়তে হয়
তার বলো তো আছে কী
নাম শুনেছো নটে গাছের?
মুড়োনোর কথা জানো?
গল্প শেষ করতেই হয়
তুমি মানো না মানো।
সম্পর্ক থাকতেই পারে
মরুক বাঁচুক তাতে কী
খুশিটুকু যদি ছাড়তে হয়
সে জীবন বড় একাকী।


