মানুষের সেবা করতে পারলে আপ্লুত হয়ে যাই, গঙ্গাসাগর মেলায় গিয়ে আর কী ফেসবুকে লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মানুষের সেবা করতে পারলে আপ্লুত হয়ে যাই, গঙ্গাসাগর মেলায় গিয়ে আর কী ফেসবুকে লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আনফোল্ড বাংলা প্রতিবেদন: সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ফেসবুকে লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলার চূড়ান্ত প্রস্তুতি নিজে চোখে খতিয়ে দেখার জন্য হাওড়া থেকে হেলিকপ্টারে করে গঙ্গাসাগর পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি কপিল মুনির আশ্রমে পূজা দিয়েছেন। এলাকার সামগ্রিক ব্যবস্থা খতিয়ে দেখেছেন। প্রশাসনিক জরুরী নির্দেশ দিয়েছেন। উদ্বোধন করেছেন একাধিক পরিষেবা মূলক ব্যবস্থা। সেখানে তিনটি হেলিপ্যাড, কুরুলিয়া থেকে কামারহাট পর্যন্ত সেতু, কপিলমুনির আশ্রমের সংলগ্ন একতল ভবন এবং উন্নয়নমূলক আরো বেশ কিছু পরিকাঠামো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
এরপরেই তিনি ফেসবুক পোস্টে লেখেন, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগরে এসে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখলাম। গঙ্গাসাগরে পৌছানোর সময় সাগরদ্বীপে বহু মহিলার শঙ্খধ্বনি আমাকে আবেগমোথিত করে তুলেছে। গঙ্গাসাগরে তিনটি হেলিপ্যাড, কুরুলিয়া থেকে কামারহাট পর্যন্ত সেতু, কপিল মুনির আশ্রমের একতল ভবন এবং মন্দির সংলগ্ন উন্নয়নের পরিকাঠামোর ব্যবস্থা করা হয়। এদিন সেগুলোর উদ্বোধন করা হয়েছে। পুন্নার্থীদের সুবিধার জন্য এই ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে। তীর্থযাত্রীদের জন্য ৫ লক্ষ টাকা করে বীমার ব্যবস্থা করা হয়েছে। গঙ্গাসাগরে এক সাংবাদিকের অসুস্থ হয়ে পড়ার খবর জানতে পারি। তাকে কলকাতায় পাঠিয়ে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
এদিন মুখ্যমন্ত্রী যখন গঙ্গাসাগরে পৌঁছন তখন ব্যারিকেডের দুই ধারে অগণিত মানুষের ভিড়। তাদের উদ্দেশ্যে তিনি করজোড়ে নমস্কার জানান। এই বিষয়টি উল্লেখ করে ফেসবুক পোস্টে লিখেছেন, ভারত সেবাশ্রম সঙ্ঘে গিয়েছিলাম। কপিল মুনির আশ্রমে পুজো দিয়েছি। ভারত সেবাশ্রম সংঘ প্রাকৃতিক দুর্যোগের সময় যেভাবে নিজেদের উৎসর্গ করে মানুষকে সাহায্য করেন তা আমাকে অনুপ্রাণিত করে। সেখানে বেশ কিছু মানুষের হাতে শীতের সময় কম্বল বিতরণ করেছি। প্রশাসনিক কাজের ফাঁকে মানুষের সেবায় নিয়োজিত হতে পারলে আপ্লুত হয়ে যাই। মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর ঘুরে দেখার সময় একটি শাখের দোকানে গিয়ে দাঁড়িয়ে পড়েন। সেখানে সেই দোকানদারের মাটির বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার তকমা দেওয়ার জন্য দাবি জানান মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর মেলায় এসে পূণ্য অর্জন হোক। সমস্ত গ্লানি ধুয়ে মুছে যাক। বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তার কলকাতায় ফেরার কথা রয়েছে।


