দীপাবলি, ঈদ একদিনে হলে নির্বাচন নয় কেন, বলছেন বিজয়বর্গীয়

দীপাবলি, ঈদ একদিনে হলে নির্বাচন নয় কেন, বলছেন বিজয়বর্গীয়
20 Sep 2023, 07:15 PM

দীপাবলি, ঈদ একদিনে হলে নির্বাচন নয় কেন, বলছেন বিজয়বর্গীয়

আনফোল্ড বাংলা প্রতিবেদন: ‘এক দেশ, এক নির্বাচন’ –এই প্রস্তাবের সমর্থনে জোরালো সওয়াল করলেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়। তিনি জানিয়েছেন, একটা উৎসব যদি গোটা দেশে একদিনে পালিত হতে পারে, তা হলে কেন গোটা দেশে একদিনে নির্বাচন হবে না। বিজেপির সাধারণ সম্পাদক উদাহরণ দিয়ে বলেছেন, ‘‘দিওয়ালি মতো উৎসব গোটা দেশে একদিন পালন করা যায়, তা হলে নির্বাচন কেন করা যাবে না।’’

বৈচিত্রপূর্ণ আবহাওয়ার দেশ ভারত। সেখানে সর্বত্র একদিনে নির্বাচন আয়োজন করার প্রস্তাব কতটা যুক্তিযুক্ত? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বিজয়বর্গী বলেছেন, ‘‘আমরা গোটা দেশে একসঙ্গে দীপাবলির উৎসব পালন করি। বড়দিন বা ঈদের মতো বৃহৎ উৎসব সারা দেশে একদিনে উদযাপতি করা হয়। তাহলে আমরা কেন নির্বাচন একসঙ্গে একদিনে করতে পারব না। মধ‌্যপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস বিভিন্ন কর্মসূচি নিয়েছে। তার মধ‌্যে রয়েছে জন আক্রোশ যাত্রা।’ এই যাত্রাকে রীতিমতো একহাত নিয়েছেন কৈলাশ। তিনি কটাক্ষ করে বলেছেন, ‘‘কংগ্রেসের উচিত এই যাত্রার নাম ‘ক্ষমা যাত্রা’ দেওয়া। এর কারণও তিনি  ব‌্যাখ‌্যা করেছেন। তিনি বলেছেন, ‘‘কমলনাথের নেতৃত্বাধীন পূবর্তন কংগ্রেস সরকার মধ‌্যপ্রদেশের ক্ষমতায় ছিল। সেই সময় কোনওকাজই তিনি সেভাবে করতে পারেননি। জনতার দাবি পূরণ করতে ব‌্যর্থ হয়েছিলেন। তা হলে সেই কংগ্রেসকে আবার ভোট কেন।’’ একইসঙ্গে তিনি লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আনা মহিলা সংরক্ষণ বিল আনাকে ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘‘এই বিলটি উত্থাপন করে সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। যারা শুধু নারীর ক্ষমতায়নের কথা বলেন, তাদের জন‌্য এটা কড়া জবাব।’’

Mailing List